South 24 Parganas News: গাছ শূন্য বকখালিতে মন নেই পর্যটকদের
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সমুদ্র তীরবর্তী বকখালি পর্যটকদের অন্যতম আকর্ষের কেন্দ্রবিন্দু। কিছুদিন আগেও উইকেন্ডে এখানে জমজমাট ভিড় হতো। কিন্তু দ্রুত বদলে যাচ্ছে সেই পরিস্থিতি
দক্ষিণ ২৪ পরগনা: আকর্ষণ কমছে বকখালি পিকনিক গ্রাউন্ডের। গাছের অভাবে ন্যাড়া হয়ে গেছে গোটা এলাকা। অথচ বছর খানেক আগেও ঝাউ গাছে ভরা ছিল সারা মাঠ। কিন্তু কে বা কারা ধীরে ধীরে গাছগুলো কেটে নেওয়ায় পর্যটকরা এসে সমস্যায় পড়ছেন। অত্যাধিক তাপের কারণে অনেকেই মুখ ফিরিয়েছেন বকখালি থেকে। ফলে পর্যটনের উপর নির্ভর করে স্থানীয় যে বাসিন্দারা সংসার চালাতেন সমস্যায় পড়েছেন তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র তীরবর্তী বকখালি পর্যটকদের অন্যতম আকর্ষের কেন্দ্রবিন্দু। কিছুদিন আগেও উইকেন্ডে এখানে জমজমাট ভিড় হতো। কিন্তু পরিবেশ বদলে যেতে থাকায় আগের থেকে অনেকটাই আকর্ষণ হারিয়েছে বকখালি। আগেই বন্ধ হয়ে গিয়েছিল এখানকার ইকো ট্যুরিজম পার্ক। তারপর পিকনিক গ্রাউন্ড গাছের অভাবে ক্রমশ ন্যাড়া হয়ে উঠতে থাকায় হতাশ পর্যটকরা। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
advertisement
advertisement
বকখালির সি বিচ সংলগ্ন এই পিকনিক গ্রাউন্ড সংলগ্ন এলাকা ব্যবহার করা হয় পার্কিং লটের জন্য। ফলে যৎসামান্য অর্থও নেওয়া হয় পর্যটকদের কাছ থেকে। গোটা বছরের নিরিখে সেই অর্থ সংগ্রহের পরিমাণ খুব একটা কম নয়। তবুও এই স্থানটির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই নিয়ে বকখালি-ফ্রেজারগঞ্জ ট্যুরিজম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কমিটির সদস্য বিশ্বেশ্বর প্রামানিক জানান, এই বিষয়টি বারবার গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি’কে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এই অবস্থায় পর্যটকরা যে ক্রমশ বকখালি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা মেনে নিয়েছেন তিনি। পার্কিং লট সংলগ্ন এলাকায় নতুন করে গাছ লাগিয়ে এলাকার শ্রীবৃদ্ধি ঘটালে পরিস্থিতি আবার ফিরতে পারে। সেইসঙ্গে গাছের অভাবে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান বিশ্বেশ্বর প্রামানিক।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 4:17 PM IST









