South 24 Parganas News: বিশ্বকবির নামঙ্কিত শিশু উদ্যানে পড়ে মদের ভাঙা বোতল! বেহাল অবস্থা নিয়ে সরব স্থানীয়রা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বজবজের নিশ্চিন্তপুরের রবীন্দ্র শিশু উদ্যানের বেহাল অবস্থা। যত্রতত্র পড়ে থাকে মদের ভাঙা বোতল
দক্ষিণ ২৪ পরগনা: বজবজের নিশ্চন্তপুরে বেহাল অবস্থা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত পার্কের। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, নিয়মিত পরিষ্কার না হওয়ায় গাছের পাতা জমে সৃষ্টি আবর্জনার স্তূপ। স্থানীয়রা পার্কের এই বেহাল দশার দ্রুত প্রতিকার চাইছেন।
এই পার্কটির নাম রবীন্দ্র কানন ও শিশু উদ্যান। সম্প্রতি পার্কের প্রবেশমূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। তবুও পার্কের বেহাল দশার কোনও পরিবর্তন হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ, পার্কের বিভিন্ন জায়গায় মদের ভাঙা বোতল পড়ে থাকতে দেখা যায়। শিশুদের জন্য নির্ধারিত এই পার্কে কীভাবে মদের ভাঙা বোতল পড়ে থাকে তা নিয়ে প্রশ্ন উঠছে। শিশু উদ্যান নাম হলেও এই পার্ক শিশুদের খেলার অনুপযুক্ত বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
১৯৮৪ সালে কয়েক কোটি টাকা খরচ করে এই উদ্যান তৈরি হয়েছিল। তবে আমফানে এই পার্কের বহু বড় গাছ ভেঙে পড়েছিল। পার্কের মধ্যে থাকা ছাউনি ও কটেজের শেড উড়ে যায়। তারপর থেকেই পার্কের অবস্থা বেহাল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
এই নিয়ে নিশ্চিন্তপুর পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হালদার বলেন, আমফানের সময় গাছ পড়ে তছনছ হয়েছিল গোটা পার্ক। সেখানে আমরা বনসৃজন করে আগের মত ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। যেহেতু উদ্যানটি চারিদিকে প্রাচীর দেওয়া নেই সেই জন্য রাতের অন্ধকারে কেউ হয়ত ভেতরে ঢুকে মদ্যপান করছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিশ্বকবির নামঙ্কিত শিশু উদ্যানে পড়ে মদের ভাঙা বোতল! বেহাল অবস্থা নিয়ে সরব স্থানীয়রা