হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
প্রত্যন্ত এলাকায় আজও ভরসা গ্রামীণ চিকিৎসকরাই

South 24 Parganas News: বিপদের ভরসা হলেও আজও স্বীকৃতি নেই গ্রামীণ চিকিৎসকদের

প্রাথমিক চিকিৎসাটুকু করে পরিস্থিতি সামাল দেওয়ার পর তাঁরা রোগীকে পাঠান বড় হাসপাতালে। এই গ্রামীণ চিকিৎসকদের জন্য বহু রোগী প্রাণে বেঁচে যায়। কিন্তু আজও তাঁদের স্বীকৃতি নেই।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: ওঁদের পরিচয় গ্রামীণ চিকিৎসক বলে। কেউ কেউ আবার বলেন হাতুরে ডাক্তার। সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা থেকে শুরু করে নদীবেষ্টিত দ্বীপ, যেখানে আধুনিক চিকিৎসার আলো এখনও ততটা পৌঁছয়নি সেখানে ওঁরাই ভরসা। মেডিকেল কলেজ পাশের ডিগ্রি না থাকলেও অভিজ্ঞতার জেরে এই গ্রামীণ চিকিৎসকরা বহু বিপদ সাময়িকভাবে সামলে দেন। কিন্তু সেই তাঁদের বিপদ আজও কাটল না।

আরও পড়ুন: হোটেলের আড়ালে বেআইনি মদের কারবার! ক্ষুব্ধ মহিলারা তালা লাগিয়ে দিলেন

রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়েই রোগীর বাড়ি থেকে ডাক আসলেই তৎক্ষণাৎ তাঁরা ছুটে যান প্রত্যন্ত গ্রামে। প্রাথমিক চিকিৎসাটুকু করে পরিস্থিতি সামাল দেওয়ার পর তাঁরা রোগীকে পাঠান বড় হাসপাতালে। এই গ্রামীণ চিকিৎসকদের জন্য বহু রোগী প্রাণে বেঁচে যায়। কিন্তু আজও তাঁদের স্বীকৃতি নেই। আর তাই গ্রামীণ চিকিৎসকরা নিজেদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন।

তাঁদের দাবিগুলি হল, মহাকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নন রেজিস্টার্ড (গ্রামীণ চিকিৎসক) চিকিৎসকদের সরকারিভাবে প্রশিক্ষণ দিতে হবে। তাঁরা বিপদের সময় রোগীদের যে চিকিৎসা করেন এতে আইনি বাধা দূর করতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় বহু গ্রামীণ চিকিৎসক আছেন। সেই তাঁরা একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার সোচ্চার হয়েছেন। অনেক জায়গায় চিকিৎসকদেরও পাশে পাচ্ছেন তাঁরা। এখন দেখার শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়।

নবাব মল্লিক

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Medical