জলপাইগুড়ি: তৈরি হচ্ছে ফ্যামেলি রেষ্টুরেন্টের বিল্ডিং। কিন্তু সেই নির্মীয়মান বিল্ডিংয়ের আড়ালেই চলছে অবৈধ মদের কারবার। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ময়নাগুড়ির মহিলারা।
আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারিতে এবার সৌমিক নাথ! পার্থর সঙ্গে 'সফটওয়্যার ইঞ্জিনিয়ার'-র পোস্টার হৃদয়পুরে
বৃহস্পতিবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নির্মীয়মান ফ্যামেলি রেষ্টুরেন্ট চালানোর নাম করে অবৈধ মদের ব্যবসা করছে মালিকপক্ষ। এর ফলে এলাকার যুবকরা মদে আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ। এর আগে তাঁরা এলাকায় বেআইনি মদের কারবার বন্ধের জন্য হোটেল কর্তৃপক্ষকে বললেও তারা কথা শুনেনি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এর আগে তাঁরা একবার এই বিষয়ে এলাকায় পোস্টার লাগিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ না হওয়ায় হওয়ায় বৃহস্পতিবার এলাকার মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন গ্রামের মহিলারা ওই হোটেলের ভিতর ঢুকে দেশি মদের বোতল উদ্ধার করেন। এরপর সেই মদ ফেলে দিয়ে নষ্ট করে হোটেলে তালা লাগিয়ে দেন। গ্রামের মহিলাদের এই বিক্ষোভ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য মঞ্জু অধিকারী বলেন,এই বিষয়ে আমার কাছে আগেই অভিযোগ এসেছিল। কিন্তু কোনও প্রমাণ ছিল না। তবে আজ হোটেলে ঢুকে সবকিছু স্বচক্ষে দেখেছি। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে বলে তিনি জানান। যদিও এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। তারা বেশ কিছু বোতল বেআইনি দেশি মদ বাজেয়াপ্ত করে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Alcohol, Hotel, Jalpaiguri News, Liquor, Protest