North 24 Parganas News: নিয়োগ কেলেঙ্কারিতে এবার সৌমিক নাথ! পার্থর সঙ্গে 'সফটওয়্যার ইঞ্জিনিয়ার'-র পোস্টার হৃদয়পুরে
- Published by:kaustav bhowmick
Last Updated:
পোস্টারগুলিতে সৌমিক নাথের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি ও কুন্তল ঘোষের ছবি ছাপা হয়েছে।
উত্তর ২৪ পরগনা: গরিব চাকরিপ্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের প্রতারিত করার অভিযোগ উঠল সৌমিক নাথ নামে এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে হৃদয়পুর স্টেশন রোড সংলগ্ন এলাকা। রাজ্যে নিয়োগ দুর্নীতি ঘিরে প্রতিদিনই একের পর এক তথ্য উঠে আসছে। এই সময় এমন পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
উত্তর ২৪ পরগনার হৃদয়পুর শান্ত এলাকা বলেই মূলত পরিচিত। সেখানকার স্টেশন রোড এলাকায় সৌমিক নাথের নামে ছি ছিক্কার করে পড়া পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। পোস্টারগুলিতে সৌমিক নাথের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি ও কুন্তল ঘোষের ছবি ছাপা হয়েছে। যা কৌতুহল আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সৌমিক নাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সংবাদমাধ্যমের সামনে আসতে চাননি। ফোনে জানান, এই পোস্টার সম্পর্কে কিছু জানেন না। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কারোর কাছ থেকে কোনও টাকা নেননি। কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন। সৌমিক নাথের বাবাও দাবি করেন তাঁর ছেলে কারোর কাছ থেকে টাকাই নেয়নি। ছবি এডিট করে বসানো হয়েছে। এই ঘটনা ঘিরে সরগরম হৃদয়পুর।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 7:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নিয়োগ কেলেঙ্কারিতে এবার সৌমিক নাথ! পার্থর সঙ্গে 'সফটওয়্যার ইঞ্জিনিয়ার'-র পোস্টার হৃদয়পুরে