Bomb Blast: কান ফাটা বিকট শব্দ! রক্তাক্ত অবস্থায় যুবক, স্থানীয়রা কান্ড দেখে চমকে উঠলেন
- Published by:Sayani Rana
Last Updated:
বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায়।
ডায়মন্ড হারবার: বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায়। আহত যুবক আরিফ হোসেন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাড়ির কাছেই বোমা বাঁধছিল আরিফ হোসেন মোল্লা। তখনই বোমা বিস্ফোরণ ঘটে ঘটনায় বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বোমা বিস্ফোরণের জেরে ঝলসে গিয়েছে আরিফ।
এর পরেই তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মথুরাপুর থানার পুলিশ। তবে কী কারণে এই বোমা বিস্ফোরণ তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
advertisement
দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্ধিপুকুর এলাকায় একটি পুকুর থেকে ওয়ান শাটার বন্দুক উদ্ধার খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়।
আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্ধিপুকুর এলাকায় একটি পুকুর থেকে মাছ ধরার জন্য জল ছ্যাঁচার কাজ চলছিল তখনই একটি লোহার পাইপ জাতীয় দেখতে পায় তারপরেই দেখা যায় সেটি ওয়ান সাটার বন্দুক।
advertisement
ভোটের আগে পুকুর থেকে বন্দুক উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমুলিয়ার সুন্দিপুকুর এলাকায় খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে পুকুরে জলে নিচে বন্দুকটি রেখেছিল তা তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 7:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bomb Blast: কান ফাটা বিকট শব্দ! রক্তাক্ত অবস্থায় যুবক, স্থানীয়রা কান্ড দেখে চমকে উঠলেন