South 24 Parganas News: বাল‍্য বিবাহ ও শিশুপাচার রোধে করঞ্জলীতে সেমিনার

Last Updated:

বাল‍্যবিবাহ ও শিশুপাচার রোধে কুলপির করঞ্জলীতে আয়োজিত হল সেমিনার। ডায়মন্ডহারবার চাইল্ড লাইনের উদ‍্যোগে করঞ্জলী বালিকা বিদ‍্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে ওই বিদ‍্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

+
বাল‍্য

বাল‍্য বিবাহ ও শিশুপাচার রোধে করঞ্জলীতে সেমিনার

#কুলপি : বাল‍্যবিবাহ ও শিশুপাচার রোধে কুলপির করঞ্জলীতে আয়োজিত হল সেমিনার। ডায়মন্ডহারবার চাইল্ড লাইনের উদ‍্যোগে করঞ্জলী বালিকা বিদ‍্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে ওই বিদ‍্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার চাইল্ড লাইনের সদস‍্যরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কুলপি ব্লকের জয়েন্ট বিডিও তারিখ ইসলাম, কুলপি বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা রাখী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব‍্যক্তিরা।
এই সেমিনারে বাল‍্যবিবাহ প্রতিরোধ এবং ১৮ বছরের নীচে মা হলে কী ধরনের শারীরিক সমস‍্যা হবে তা নিয়ে কিশোরীদের সচেতন করা হয়‌। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে কিশোর কিশোরীরা আগের থেকে বেশি করে সংযুক্ত থাকছে। ফলে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে অপরাধপ্রবণতা। সেই অপরাধপ্রবণতার হার কমাতে এই সেমিনারে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও বয়সন্ধীকালীন কিশোরীদের বিভিন্ন সমস‍্যা নিয়ে এই সেমিনারে আলোচনা করা হয়।
advertisement
advertisement
এই সেমিনারে সামাজিক যোগাযোগ মাধ‍্যমের বিভিন্ন রকমের স্মাইলি নিয়ে প্রদর্শন করা হয়। এই সেমিনারে কন‍্যাশ্রী ক্লাবের সদস‍্যরা অংশগ্রহণ করেন। এই ক্লাবের সদস‍্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও চাইল্ড লাইনের সদস‍্যরা কিশোরীদের যে কোনো সমস‍্যার কথা নির্ভয়ে তাদের শিক্ষক শিক্ষিকা এবং আধিকারিকদের জানাতে বলেন। এই সেমিনার নিয়ে কুলপি ব্লকের জয়েন্ট বিডিও তারিখ ইসলাম বলেন, এই সেমিনারে অংশগ্রহণকারী সকলেই যাতে তাদের সমস‍্যার কথা নির্ভয়ে তুলে ধরতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু
সেসম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সমস‍্যার সমাধান না হলে কিভাবে তারা প্রশাসনের সাহায‍্য নেবে সেসম্পর্কে জানানোও হয়েছে এই সেমিনারে। এই সচতেনতা বৃদ্ধি খুবই জরুরি বলে জানিয়েছেন তিনি। সচেতনতা বৃদ্ধির ফলে কুলপি ব্লকেই গত বছর ৪০ টি বাল‍্যবিবাহ আটকানো গিয়েছিল। সচতেনতা বৃদ্ধি পেলে সেই সংখ‍্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি। ভবিষ্যতে এই ধরণের কর্মসূচি ব্লক জুড়ে চলবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাল‍্য বিবাহ ও শিশুপাচার রোধে করঞ্জলীতে সেমিনার
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement