South 24 Parganas News: এদ্রুত নিয়োগের দাবি তুলে এবার পথে ২০২২-এর টেট উত্তীর্ণরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
এবার আন্দোলনে নামল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে তাঁরা ডেপুটেশন জমা দিলেন
দক্ষিণ ২৪ পরগনা: এবার দ্রুত নিয়োগের দাবি তুলল ২০২২-এর টেট উত্তীর্ণরা। নিয়োগের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। বুধবার ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় থেকে মিছিল করে শিবালয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আসেন শতাধিক চাকরিপ্রার্থী। এরপর সেখানে অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা।
পরে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে তাঁদের দাবি সম্মিলিত ডেপুটেশন তুলে দেন। সেখানে, দ্রুত নিয়োগের জন্য ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবী জানানো হয়েছে। ডেপুটেশান দেওয়ার পর চাকরিপ্রার্থীরা জানান, তাঁদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আবারও পথে নামবেন। আগামী ১০ ডিসেম্বর নতুন টেটের আগে ২০২২-এর টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিও তুলেছেন তাঁরা।
advertisement
advertisement
২০২২-এর টেট উত্তীর্ণদের নাম, ক্যাটাগরি, ট্রেনিং ও টেটের নম্বর সহ পিডিএফ প্রকাশ করার দাবি জানানো হয়েছে। দ্রত রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা। নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবিতে আগেই আন্দোলন শুরু করেছিলেন পুরানো টেট পাশরা। তাতে নতুন মাত্রা যোগ করল ২০২২ এর টেট উত্তীর্ণদের আন্দোলন।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এদ্রুত নিয়োগের দাবি তুলে এবার পথে ২০২২-এর টেট উত্তীর্ণরা