West Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির থাকলেন আনন্দ বোস

Last Updated:

লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা ও অনন্য কৃতিত্বের জন্য বাংলাদেশের কৃতি মাসুদ রেজা, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা চৈতন্য জীবনী'র স্রষ্টা প্রণব পট্টনায়ক এবং খড়গপুরের বাসিন্দা বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক সুকুমার মাইতির হাতে ২২ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে বই.লিট সম্মাননা তুলে দেওয়া হয়

+
title=

পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তরফে তিন গুণী ব্যক্তিকে ডি.লিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার সম্মাননা প্রদান করা হল। অবিভক্ত মেদিনীপুরের দুই কৃতি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের এক গুণী ব্যক্তিকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠান থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মাননা তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা ও অনন্য কৃতিত্বের জন্য বাংলাদেশের কৃতি মাসুদ রেজা, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা চৈতন্য জীবনী’র স্রষ্টা প্রণব পট্টনায়ক এবং খড়গপুরের বাসিন্দা বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক সুকুমার মাইতির হাতে ২২ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। করোনা পরবর্তী সময়ে প্রায় তিন বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল সমাবর্তন অনুষ্ঠানের। এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে মেদিনীপুরের বীর অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল।
advertisement
advertisement
সি ভি আনন্দ বোস এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মনীষীদের প্রসঙ্গ টেনে এনে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। শুধু সাম্মানিক ডি. লিট প্রদান নয়, বিশ্ববিদ্যালয় তরফে প্রায় ৪০০ জনেরও অধিক পড়ুয়ার হাতে পিএইচডি ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের সফল কৃতিদের মেডেলও প্রদান করা হয়। এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পেয়ে খুশি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মাসুদ রেজা।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির থাকলেন আনন্দ বোস
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement