সব গুজব ! প্রভাসের বিয়ে নিয়ে রেগে লাল চিরঞ্জিবী !

Last Updated:

শেষমেশ রেগেই গেলেন দক্ষিণী সুপারস্টার চিরিঞ্জিবী ৷ দুম করে রটে যাওয়া প্রভাসের সঙ্গে তাঁর ভাগ্নি নিহারিকার বিয়ের খবর নিয়ে একেবারে নাজেহাল নায়ক ৷

#চেন্নাই: শেষমেশ রেগেই গেলেন দক্ষিণী সুপারস্টার চিরিঞ্জিবী ৷ দুম করে রটে যাওয়া প্রভাসের সঙ্গে তাঁর ভাগ্নি নিহারিকার বিয়ের খবর নিয়ে একেবারে নাজেহাল নায়ক ৷ অন্যদিকে, বাহুবলি প্রভাসের ওপরও কিছুটা হলে ক্ষোভ উগরে দিলেন তিনি ৷ চিরঞ্জিবীর সাফ কথা ! প্রভাস কেন চুপ করে রয়েছেন?
গপ্পোটা হল, রবিবার সকাল থেকেই রটে গেল প্রভাস নাকি জলদিই বিয়ে করছেন ৷ সঙ্গে খবর ছড়ালো অনুষ্কা শেট্টি নয়, বরং চিরঞ্জিবীর ভাগ্নি নিহারিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রভাস ৷
তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন চিরঞ্জিবী ৷ সম্প্রতি জানিয়েছেন, ‘এ খবর একেবারেই মিথ্যে ! আপাপতত নিহারিকা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত ৷ বিয়ের কোনও প্রশ্নই উঠছে না ৷ তাই এই ধরণের খবর একেবারেই সত্যি নয় !’
advertisement
advertisement
অন্যদিকে, প্রভাস আপাতত ব্যস্ত সাহো সিনেমার শ্যুটিংয়ে ৷ ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে প্রভাসের এই নতুন ছবি ৷ এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে জ্যাকি শ্রফ, মন্দিরা বেদি, চাঙ্কি পাণ্ডে ৷ এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সব গুজব ! প্রভাসের বিয়ে নিয়ে রেগে লাল চিরঞ্জিবী !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement