corona virus btn
corona virus btn
Loading

সব গুজব ! প্রভাসের বিয়ে নিয়ে রেগে লাল চিরঞ্জিবী !

সব গুজব ! প্রভাসের বিয়ে নিয়ে রেগে লাল চিরঞ্জিবী !
Instagram

শেষমেশ রেগেই গেলেন দক্ষিণী সুপারস্টার চিরিঞ্জিবী ৷ দুম করে রটে যাওয়া প্রভাসের সঙ্গে তাঁর ভাগ্নি নিহারিকার বিয়ের খবর নিয়ে একেবারে নাজেহাল নায়ক ৷

  • Share this:

#চেন্নাই: শেষমেশ রেগেই গেলেন দক্ষিণী সুপারস্টার চিরিঞ্জিবী ৷ দুম করে রটে যাওয়া প্রভাসের সঙ্গে তাঁর ভাগ্নি নিহারিকার বিয়ের খবর নিয়ে একেবারে নাজেহাল নায়ক ৷ অন্যদিকে, বাহুবলি প্রভাসের ওপরও কিছুটা হলে ক্ষোভ উগরে দিলেন তিনি ৷ চিরঞ্জিবীর সাফ কথা ! প্রভাস কেন চুপ করে রয়েছেন?

গপ্পোটা হল, রবিবার সকাল থেকেই রটে গেল প্রভাস নাকি জলদিই বিয়ে করছেন ৷ সঙ্গে খবর ছড়ালো অনুষ্কা শেট্টি নয়, বরং চিরঞ্জিবীর ভাগ্নি নিহারিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রভাস ৷

তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন চিরঞ্জিবী ৷ সম্প্রতি জানিয়েছেন, ‘এ খবর একেবারেই মিথ্যে ! আপাপতত নিহারিকা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত ৷ বিয়ের কোনও প্রশ্নই উঠছে না ৷ তাই এই ধরণের খবর একেবারেই সত্যি নয় !’

অন্যদিকে, প্রভাস আপাতত ব্যস্ত সাহো সিনেমার শ্যুটিংয়ে ৷ ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে প্রভাসের এই নতুন ছবি ৷ এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে জ্যাকি শ্রফ, মন্দিরা বেদি, চাঙ্কি পাণ্ডে ৷ এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে ৷

First published: April 9, 2018, 2:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर