Siliguri News: বেঙ্গল সাফারি পার্কের শোভা বাড়াতে আসছে জেব্রা, জলহস্তি
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
বেঙ্গল সাফারি পার্কের শোভা বাড়াতে আনা হচ্ছে জলহস্তী জেব্রা সহ আরো অনেক জীবজন্তু। ইতিমধ্যেই আনারও প্রস্তাব কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
#শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের শোভা বাড়াতে আনা হচ্ছে জলহস্তী জেব্রা সহ আরও অনেক জীবজন্তু। ইতিমধ্যেই আনারও প্রস্তাব কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। গত বছর লখনউয়ের একটি চিড়িয়াখানায় ইজরায়েল থেকে আনা হয়েছিল তিনটি জেব্রা। পুণের একটি চিড়িয়াখানাতেও চলতি বছর জেব্রা আনার কথা রয়েছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসে সাফারি পার্কের সিংহ আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তবে শোভা বাড়াতে আরও অনেক জীবজন্তু আনার কথা ভাবছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
বেঙ্গল সাফারি পার্কে আরও কিছু পশুপাখি আনার প্রস্তাব অনেকদিন ধরেই রয়েছে। তা নিয়ে এ বার সরাসরি পদক্ষেপ করতে শুরু করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাঁরা জানান, কেন্দ্রীয় সরকারের চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই ওই সব প্রাণী চিড়িয়াখানায় থাকতে পারে। সেই প্রস্তাব তৈরি হচ্ছে। যদিও ক্যাঙ্গারুর প্রাণহানির বিষয়টিকে কেন্দ্র করে সাফারি পার্কের অধিকর্তা বদল হয়েছে। নতুন বেঙ্গল চাকরির অধিকর্তা হয়েছেন রায়গঞ্জের ডিএফ ও কমল সরকার এবং প্রাক্তন বেঙ্গল সাফারি অধিকর্তা রায়গঞ্জ ডিভিশনে বদলি করা হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের প্রাক্তন অধিকর্তা দাওয়া শেরপা জানিয়েছেন , ‘‘সিংহ, জলহস্তি, জেব্রা ছাড়াও এবং হিমালয়ান কালো ভাল্লুক রাখার পরিকল্পনা করছি। প্রস্তাব পাঠানো হয়েছে । সমস্ত কাজ চলছে। অনুমোদন পেলেই ইনক্লোজার তৈরি শুরু হয়ে যাবে ।’’
advertisement
আরও পড়ুন East Medinipur News: বড়দিনের বড় ছুটির আগেই দিঘায় জনপ্লাবন
পার্ক সূত্রে খবর, প্রাণীর জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ করা হচ্ছে। নতুন পশুপাখি আকর্ষণ বাড়লে বেঙ্গল সাফারিতে কিছুটা বাড়তি আয়ের রাস্তা খুলতে পারে বলে মনে করছেন তাঁরা।বন দফতর সূত্রে খবর, প্রস্তাবগুলি কেন্দ্রীয় অনুমোদন পেলে তবে রাজ্য বন দফতর জেব্রা আনার ব্যাপারে তোড়জোড় শুরু করতে পারে। জলহস্তি, এবং জেব্রা এলে দর্শকদের আকর্ষণ আরও বেড়ে যেতে পারে বলেই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ। যদিও একটি ক্যাঙ্গারু মারা যাওয়াতে কিছুটা থমকে গিয়েছে সমস্ত কাজ । অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হয় কয়েকমাস আগে। তা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বলে জানান আধিকারিকরা। চালু হয়েছে প্রজাপতি বাগান। নানা রকমের আকর্ষণীয় পশুপাখিও বাড়ানোর জন্য ধীরে ধীরে পদক্ষেপ করা হবে বলে জানান আধিকারিকরা।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
December 12, 2022 6:36 PM IST