Siliguri News: বাজারের ব্যাগে নড়ছে ওটা কী! পাচারকারীকে ধরে ব্যাগ দেখতেই চোখ কপালে পুলিশের

Last Updated:

Siliguri News: বাজারের ব্যাগে করে চোরাপথে টিয়া পাখির পাচার করার ছক ভেস্তে দিল ডাব গ্রাম রেঞ্জের বন কর্মীরা।

+
title=

শিলিগুড়ি: বাজারের ব্যাগে করে চোরাপথে টিয়া পাখির পাচার করার ছক ভেস্তে দিল ডাব গ্রাম রেঞ্জের বন কর্মীরা। শিলিগুড়ি শহরের নৌকাঘাট এলাকায় গোপন সূত্রে খবর ভিত্তিতে অভিযান চালিয়ে আলেকজান্ডার প্রজাতির টিয়া-সহ আরও ভিন্ন প্রজাতির ২৭টি টিয়া পাখি উদ্ধার করল বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জর বনকর্মীরা।
ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট ২০২২ অনুযায়ী এই সমস্ত টিয়া পাখি নির্ধারিত প্রজাতির বলে জানিয়েছেন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জঙ্গল থেকে টিয়া পাখিগুলোকে খাঁচা বন্দি করে নিজের বাড়িতে গিয়ে রাখত গোপাল কুন্ডু বলে ওই ব্যক্তি। শিলিগুড়ি শহর সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় চোরাপথে পাখিগুলি পাচার করত সে । এদিনও একইভাবে বাজারের ব্যাগে করে টিয়া পাখি পাচার করতে নৌকা ঘাট এলাকায় এসেছিল গোপাল।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাঘাট এলাকায় টিয়া পাখি-সহ পাচারের মূল পান্ডা গোপাল কুন্ডুকে নৌকা ঘাট এলাকা থেকে গ্রেফতার করে বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জর বন দফতরের কর্মীরা।রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, নৌকা ঘাট এলাকায় তাঁকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করায় তাঁরা জানতে পারেন যে তার বাড়িতেও অনেক পাখি রয়েছে। তারপর সেখান থেকে তাঁর বাড়ি বাগডোগরা থানার অন্তর্গত ভুজিয়াপানি এলাকায় অভিযান চালিয়ে আরো বেশকিছু টিয়া উদ্ধার হয়।
advertisement
বন দফতর সূত্রের খবর,টিয়া পাখিগুলোকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে তারপর তাদের শারীরিক অবস্থা বুঝে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ধৃত ওই ব্যক্তিকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাজারের ব্যাগে নড়ছে ওটা কী! পাচারকারীকে ধরে ব্যাগ দেখতেই চোখ কপালে পুলিশের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement