Siliguri Theft: গভীর রাতে চুরি গোরস্থানে, চাঞ্চল্য শিলিগুড়িতে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Siliguri Theft: নিরাপত্তাহীনতায় ভুগছে শিলিগুড়ি পুরনিগমের আওতায় থাকা কারবালা । নিরাপত্তা রক্ষীর অভাবে কারবালার কার্যালয়ে হল চুরি ।
অনির্বাণ রায়, শিলিগুড়ি: কবরস্থানে অবস্থিত কারবালার কার্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । খোয়া গেল সাউন্ড সিস্টেম থেকে শুরু করে নগদ টাকা-সহ নানান জরুরি সামগ্রী । শিলিগুড়ির এই কারবালা কার কবরস্থান নিরাপত্তা বজায় রাখতে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে নিরাপত্তারক্ষীও রাখা হয়েছিল । তারপরেও এরকম ঘটনা ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসী।
নিরাপত্তাহীনতায় ভুগছে শিলিগুড়ি পুরনিগমের আওতায় থাকা কারবালা । নিরাপত্তারক্ষীর অভাবে কারবালার কার্যালয়ে হল চুরি । খোওয়া যায় সাউন্ড সিস্টেম, নগদ টাকা সহ নানা সামগ্রী। শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থিত কারবালার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সেখানে মোতায়ন করা ছিল নিরাপত্তারক্ষী । তবে , প্রায় পাঁচ বছর আগে তার মৃত্যু হয়। তারপর থেকে সেখানে কোনো নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়নি । কারবালায় বসবাসকারীদের অভিযোগ এই কারবালা পুরনিগমের দায়িত্বে , বার বার তাঁদের নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য অনুরোধ করা হলেও এখনও পর্যন্ত সেখানে কাউকেই মোতায়ন করা হয় নি । ফলে বার বার এই চুরির ঘটনা ঘটছে ।
advertisement
advertisement
আরও পড়ুন : প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়েই সাজছে হাওড়ার এই মণ্ডপ
view commentsসূত্রের খবর, রাতে কারবালার কার্যালয়ে চুরির উপদ্রব মাঝে মাঝেই হয় । এর আগেও এখানে চুরি হয়েছে বলে জানান সেখানকার বাসিন্দা মহম্মদ আখতার । তিনি বলেন ফের একবার নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য পুরনিগমকে জানানো হবে । চুরির খবর পেয়ে সেখানে পৌঁছায় খালপাড়া আউট পোস্টের পুলিশ । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । বারংবার এরকম ঘটনা ঘটায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন।
Location :
First Published :
September 17, 2022 1:42 PM IST

