Siliguri Theft: গভীর রাতে চুরি গোরস্থানে, চাঞ্চল্য শিলিগুড়িতে

Last Updated:

Siliguri Theft: নিরাপত্তাহীনতায় ভুগছে শিলিগুড়ি পুরনিগমের আওতায় থাকা কারবালা । নিরাপত্তা রক্ষীর অভাবে কারবালার কার্যালয়ে হল চুরি ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অনির্বাণ রায়, শিলিগুড়ি:  কবরস্থানে অবস্থিত কারবালার কার্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । খোয়া গেল সাউন্ড সিস্টেম থেকে শুরু করে নগদ টাকা-সহ নানান জরুরি সামগ্রী । শিলিগুড়ির এই কারবালা কার কবরস্থান নিরাপত্তা বজায় রাখতে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে নিরাপত্তারক্ষীও রাখা হয়েছিল । তারপরেও এরকম ঘটনা ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসী।
নিরাপত্তাহীনতায় ভুগছে শিলিগুড়ি পুরনিগমের আওতায় থাকা কারবালা । নিরাপত্তারক্ষীর অভাবে কারবালার কার্যালয়ে হল চুরি । খোওয়া যায় সাউন্ড সিস্টেম, নগদ টাকা সহ নানা সামগ্রী। শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থিত কারবালার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সেখানে মোতায়ন করা ছিল নিরাপত্তারক্ষী । তবে , প্রায় পাঁচ বছর আগে তার মৃত্যু হয়। তারপর থেকে সেখানে কোনো নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়নি । কারবালায় বসবাসকারীদের অভিযোগ এই কারবালা পুরনিগমের দায়িত্বে , বার বার তাঁদের নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য অনুরোধ করা হলেও এখনও পর্যন্ত সেখানে কাউকেই মোতায়ন করা হয় নি । ফলে বার বার এই চুরির ঘটনা ঘটছে ।
advertisement
advertisement
আরও পড়ুন :  প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়েই সাজছে হাওড়ার এই মণ্ডপ
সূত্রের খবর, রাতে কারবালার কার্যালয়ে চুরির উপদ্রব মাঝে মাঝেই হয় । এর আগেও এখানে চুরি হয়েছে বলে জানান সেখানকার বাসিন্দা মহম্মদ আখতার । তিনি বলেন ফের একবার নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য পুরনিগমকে জানানো হবে । চুরির খবর পেয়ে সেখানে পৌঁছায় খালপাড়া আউট পোস্টের পুলিশ । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । বারংবার এরকম ঘটনা ঘটায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri Theft: গভীর রাতে চুরি গোরস্থানে, চাঞ্চল্য শিলিগুড়িতে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement