Durga Puja 2022 : প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়েই সাজছে হাওড়ার এই মণ্ডপ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durga Puja 2022 : সচেতন বার্তায় সেজে উঠছে মন্ডপ! বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। সাজো সাজো রব পুজো মণ্ডপ থেকে প্রতিমা গড়া। মন্ডপ গড়ার চূড়ান্ত পর্যায়ে ব্যস্ততা, মানুষ মেতেছে থিমের পুজোয়
রাকেশ মাইতি, হাওড়া: সচেতন বার্তায় সেজে উঠছে মণ্ডপ! বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব।সাজো সাজো রবে পুজো মণ্ডপ থেকে প্রতিমা গড়া। মণ্ডপ গড়ার চূড়ান্ত পর্যায়ে ব্যস্ততা, মানুষ মেতেছে থিমের পুজোয়। দুর্গাপুজোর মণ্ডপ শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে, কলকাতার সঙ্গে তাল মিলিয়ে হাওড়া জেলাতেও বহু আকর্ষণীয় মন্ডপ সেজে ওঠে প্রতিবছর। জেলার সেই আকর্ষণের অন্যতম স্থান হল আন্দুল। পুজোর কয়েকটা দিনের মধ্যে একটা দিন আন্দুলে ঠাকুর দেখা হয় না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। প্রতিবছর ক্রমে ভিড় যেন বেড়ে চলেছে আন্দুলের পুজো উপলক্ষে।
উদ্যোক্তাদের টানা কয়েক মাস পরিশ্রম যেন সার্থক হয়ে ওঠে জমাটি ভিড় দেখে, যদিও দুই বছর পুজোর জৌলুস ফিকে হয়েছে। তবে এ বছর পুরনো ছন্দেই জাঁকজমক পুজো কাটবে, এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা। এবার আন্দুল মহিয়ার তালপুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির আকর্ষণীয় থিম। সেজে উঠছে পাহাড় থেকে সমুদ্র! পাহাড়ের উপর মন্দির, সেখানে মানুষের আনাগোনা-পাহাড়ের গা বেয়ে জলরাশি পৌঁছে যাচ্ছে সমুদ্র। পাহাড় সমুদ্র এবং সমুদ্রের তলদেশ কিভাবে দূষিত হচ্ছে প্লাস্টিক ও বিভিন্ন মানুষের ব্যবহার করে ফেলে দেওয়া সামগ্রীর মাধ্যমে সেই সেই দৃশ্য।
advertisement
advertisement
আরও পড়ুন : বহরমপুরের ভট্টাচার্য পাড়ায় বিশাল চমক, থ্রি-ডি আলোয় সাজছে মণ্ডপ
এ বার সচেতন বার্তা নিয়েই সেজে উঠছে দুর্গামণ্ডপ। বাইরে থেকে দেখা যাবে পাহাড়ি মন্দির এবং পাহাড়ের গা বেয়ে ঝর্না-সেখানে ছড়িয়ে ছিটিয়ে দূষণ। অন্যদিকে মণ্ডপের ভিতর প্রবেশ করলে দেখা মিলবে কীভাবে সমুদ্রের বাস্তুতন্ত্র এবং অগভীর সমুদ্রেও দূষণের মাত্রা সমুদ্রের জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত, সেই ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। এ প্রসঙ্গে পুজো উদ্যোক্তা শুভঙ্কর মজুমদার জানান, ‘‘দূষণ কীভাবে মানুষের দ্বারা ছড়িয়ে পড়ছে, পাহাড় থেকে সমুদ্রে, সেই বিষয়টি মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তিনি জানান, শুধু এ বছর নয় এর আগেও একাধিক সচেতনমূলক বিষয়কে সামনে রেখে পূজা মণ্ডপ তৈরি হয়েছে, মানুষের নজর কেড়েছে। এর পাশাপাশি তিনি জানান পূজোর কয়টা দিন পূজো মণ্ডপ এলাকাতেও দূষণ সম্পর্কে বিধি নিষেধ জারি থাকবে।
Location :
First Published :
September 17, 2022 12:42 PM IST