বহরমপুরের ভট্টাচার্য পাড়ায় বিশাল চমক, থ্রি-ডি আলোয় সাজছে মণ্ডপ

Last Updated:

বহরমপুরের ভট্টাচার্য পাড়ার এবারের চমক থ্রি ডি লাইটের মণ্ডপসজ্জা। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই যেন পুজো কমিটিগুলোর মধ্যে স্নায়ু যুদ্ধের পারদ চড়ছে

+
বহরমপুরের

বহরমপুরের ভট্টাচার্য পাড়ার পুজোর প্রস্তুতি তুঙ্গে 

#মুর্শিদাবাদ: বহরমপুরের ভট্টাচার্য পাড়ার এবারের চমক থ্রি ডি লাইটের মণ্ডপসজ্জা। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই যেন পুজো কমিটিগুলোর মধ্যে স্নায়ু যুদ্ধের পারদ চড়ছে। কেউ মণ্ডপসজ্জায় চমক দিচ্ছেন, তো কেউ ইজিপ্টের আস্ত একটা স্থাপত্যকেই চোখের সামনে  হাজির করছেন। গত দু'বছর কোভিড পরিস্থিতিতে অনেক পুজো কমিটিই নমো নমো করে পুজো সেরেছে। এ'বছর কোভিডের আতঙ্ক কমতেই আয়োজনের দিক থেকে কোনও পুজো কমিটি কোনও রকম ফাঁক রাখতে চাইছে না।
যদিও আবহাওয়ার চোখ রাঙানো থামছে না। নদীর ধারে কাশ ফুলের মেলা বসলেও আকাশের মুখ ভারই রয়েছে। শরতের মাঝামাঝি হয়ে গেলেও বৃষ্টি থামছে না। হাওয়া অফিসও কোনও আশার কথা শোনাতে পারছে না।
বহরমপুর শহরের ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজো কমিটি এই বছর ৮৩তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের বিশেষ আকর্ষণ প্যান্ডেল সজ্জা। থাকছে আলোর থ্রি ডি ম্যাপিং। সেইসঙ্গে প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। জোর কদমে চলছে প্যান্ডেল সজ্জার কাজ। আলোর কেরামতিতে প্যান্ডেলের উপরে দেখানো হবে থ্রি ডি শো। আর এই থিম জেলাবাসীকে আকর্ষিত করবে বলে আশাবাদী বহরমপুর শহরের ভট্টাচার্য পাড়া পুজো কমিটি।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুরের ভট্টাচার্য পাড়ায় বিশাল চমক, থ্রি-ডি আলোয় সাজছে মণ্ডপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement