একবেলা টোটো চালিয়ে সংসার চলবে না, আন্দোলনের হুমকি বর্ধমানের টোটো চালকদের 

Last Updated:

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, টোটো চালকদের স্বার্থ যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় তা দেখা হবে

নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
#বর্ধমান: টোটোর রুট ভাগের বিপক্ষে সুর চড়ালেন অনেকেই। তার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও বর্ধমানে টোটোর রুট ভাগের লটারি কে কেন্দ্র করে বিশৃঙ্খলা অব্যাহত থাকল। রুট বেঁধে দিলে আন্দোলন শুরু হবে বলেও টোটো চালকদের পক্ষ থেকে  হুমকি দেওয়া হয়। এক বেলা টোটো চালিয়ে সংসার চালানো যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেক টোটো চালক।
বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে টোটো চলাচলে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে জেলা প্রশাসন। এই শহরে পঞ্চায়েত এলাকার টোটো ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বেআইনি টোটো চলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন রয়েছে এমন টোটোই চলতে দেওয়া হবে। সব মিলিয়ে এই শহরে মোট 3600 টি টোটো চলবে বলে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
এই টোটোগুলির আবার অর্ধেক টোটো দিনে ও বাকি অর্ধেক তার পরবর্তী সময়ে চলবে বলে জানানো হয়েছে। দিনে চলবে নীল সাদা টোটো, দুপুর দুটোর পর থেকে চলবে সবুজ সাদা টোটো। একমাস অন্তর টোটোর সময়ের পরিবর্তন হবে। অর্থাৎ এ মাসে যিনি সকালে টোটো চালাচ্ছেন তিনি পরের মাসে দিনের দ্বিতীয় অর্ধে টোটো চালাবেন। সেই সঙ্গে ব্যস্ততম আটটি রুটে টোটোর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।এই রুটগুলিতে মোট এক হাজার টোটো চলবে। কারা সেই রুটের টোটো চালানোর সুবিধা পাবেন তা ঠিক করতে লটারির ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার নীল সাদা টোটোর লটারি হয়েছিল। শুক্রবার  সবুজ সাদা টোটোর লটারির জন্য সভা ডাকা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রস্তুতি চলছে গান্ধি কলোনির দুর্গাপুজোর, কোচবিহারবাসী অধীর অপেক্ষায়
এই সভায় রুট ভাগ নিয়ে প্রতিবাদে সরব টোটো চালকদের অনেকেই। তাদের বক্তব্য, এভাবে রুট ভাগ মেনে নেওয়া যাবে না। দিনের দ্বিতীয় অর্ধে টোটো চালিয়ে আয় কিছুই হবে না। তাঁরা বলছেন, দিনে বড় জোর 500 টাকা উপার্জন হয়। তার জন্য ভোর থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়। যে টাকা উপার্জন হয় তাতে গ্যারাজ ভাড়া, টোটোর নানান রিপেয়ারিং, ব্যাটারি খরচ মিটিয়ে লাভের লাভ কিছুই থাকেনা। এখন দিনের অর্ধেক সময় টোটো চালালে উপার্জন অর্ধেক হয়ে যাবে। খরচ যা ছিল তাই থাকবে। এতে সংসার চালানো সম্ভব হবে না।
advertisement
আরও পড়ুন: বহরমপুরের ভট্টাচার্য পাড়ায় বিশাল চমক, থ্রি-ডি আলোয় সাজছে মণ্ডপ
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, টোটো চলাচলের শৃঙ্খলা ফেরানো ও যানজট সামাল দিতেই এইসব পরিকল্পনা নেওয়া হয়েছে। টোটো চালকদের স্বার্থ যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় তা দেখা হবে।
Saradindu Ghosh 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একবেলা টোটো চালিয়ে সংসার চলবে না, আন্দোলনের হুমকি বর্ধমানের টোটো চালকদের 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement