Murshidabad News: বহরমপুরে নবোদয় বিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ! স্কুল ছাড়ল দুই ছাত্র

Last Updated:

Murshidabad Ragging : যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি যে ছাত্ররা মারধর করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

+
বহরমপুর

বহরমপুর জওহর নবদয় বিদ্যালয় থেকে চলে যাচ্ছে দুই পড়ুয়া

কৌশিকঅধিকারী, বহরমপুর: র‍্যাগিং-এর জেরে দুই স্কুল ছাত্র কার্যত স্কুল থেকে চলে যেতে বাধ্য হল। ঘটনাটি ঘটেছে বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে। শুক্রবার সপ্তম শ্রেণীর দুই ছাত্র তাদের জিনিসপত্র বের করে নিয়ে অভিভাবকদের সঙ্গে চলে যেতে বাধ্য হয়। অভিযোগ, গত মাসের ২৮ তারিখ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা ৫ ছাত্রকে মারধর করে। চিকিৎসা করানোর জন্য ৩ ছাত্রের অভিভাবকেরা বাড়িতে তাঁদের ছেলেদের নিয়ে যান।
পরিবারের অভিযোগ, এরপর থেকে স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানকে আর এই স্কুলে আসার অনুমতি দিচ্ছে না। স্কুলে এলেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না, যার ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি যে ছাত্ররা মারধর করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
তবে সপ্তম শ্রেণীর ছাত্র নাইদুল রহমানের অভিযোগ,   ‘‘ দাদারা আমার চোখের মধ্যে মারে, বেধড়ক মারধরও করেছিল। কিন্তু স্কুলের স্যার আমাদের স্কুলে আসার অনুমতি দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি। একই অভিযোগ সপ্তম শ্রেণীর ছাত্র রেহেন হোসেনের। তার অভিযোগ, আমাদের পড়াশোনা সব বন্ধ, তাই বাধ্য হয়েই জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এরপর পড়াশোনা কী হবে, ভাবতে পারছি না।
advertisement
advertisement
আরও পড়ুন : প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়েই সাজছে হাওড়ার এই মণ্ডপ
মাইদুল রহমানের বাবা হাফিজুল রহমান বলেন, ‘‘ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই স্কুলে পড়লে আবার মার খাবে এই আতঙ্কে রয়েছে। ছেলে অসুস্থ হয়ে পড়ছে। এই কারণে বাধ্য হয়ে বাড়ি নিয়ে যাচ্ছি।
আরও পড়ুন :  একবেলা টোটো চালিয়ে সংসার চলবে না, আন্দোলনের হুমকি বর্ধমানের টোটো চালকদের
যদিও স্কুলের ভাইস প্রিন্সিপাল রাকেশ কুমার ঝা জানান, জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে, বিষয়টি দেখা হচ্ছে। আগে র‍্যাগিং-এর ঘটনায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহরমপুরে নবোদয় বিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ! স্কুল ছাড়ল দুই ছাত্র
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement