Siliguri News: গালিগালাজের প্রতিবাদ করায় কান কেটে নিল যুবকের!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাড়ির সামনে তিন মাতাল দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় কথা বলছিল। তাই দেখে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করেন যুবক। আর তাতেই খোয়া গেল কান!
শিলিগুড়ি: গালিগালাজের প্রতিবাদ করায় কান খোয়া গেল যুবকের! বাড়ির সামনে অশ্লীল কথাবার্তার প্রতিবাদ করায় ধারাল অস্ত্রের কোপে কেটে পড়ে যায় দীপক রায়ের কান। শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ঘটনা।
বুধবার তিন মাতাল তাঁদের বাড়ির সামনে এসে নিজেদের মধ্যে মারামারি করছিল বলে জানিয়েছেন আহত দীপক রায়। সেইসঙ্গে তারা চেঁচিয়ে চেঁচিয়ে অশ্রাব্য গালিগালাজ করছিল। বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে এই ঘটনার প্রতিবাদ করলেই দীপক রায়কে আক্রমণ করে ওই তিন মাতাল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতের ভেলকিপাড়ায়। বৃহস্পতিবার সকালে আক্রান্ত যুবক দীপক রায় আমবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে এলাকার তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের নাম রবি রায়, বাদল রায় ও শঙ্কর রায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ধারাল কিছু দিয়ে দীপক রায়ের কানে আঘাত করায় কানের অনেকটা অংশ কেটে পড়ে যায়। সেই সময় প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে বাইরে এলে চম্পট দেয় অভিযুক্তরা। এ ঘটনার পর আহত দীপক রায়কে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
advertisement
এদিকে অভিযুক্তদের পরিবারের দাবি, মদ খাওয়ার পর কোনও কারণে ওই তিনজনের মধ্যে মারামারি হয়। আর তা থেকেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। বুধবার রাত থেকেই অভিযুক্ত তিনজন এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 2:21 PM IST