শিলিগুড়ি : রোগে জর্জরিত পাঁচ বছরের শোভন। ছোট্ট শোভনের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থণা তাঁর বাবা-মায়ের। শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা দেবী এবং রাকেশ পালের ছেলে শোভন পাল ৩ মাস বয়স থেকেই নানা রোগে জর্জরিত। তখন থেকেই ঠিক করে চোখ খুলতে পারছে না সে। মাথায় রয়েছে সিস্ট। এছাড়াও Syndrome of inappropriate antidiuretic hormone secretion (SIADH) নামক সমস্যায় জর্জরিত ওই শিশু৷ চার বছর ধরে চিকিৎসা চলছে তার।
ইতিমধ্যে তিনটে বড় অপারেশনও হয়েছে তার। পুরোপুরি ঠিক হতে অনেক টাকার প্রয়োজন । তাই সাহায্যের আর্জি জানাচ্ছে বাবা-মা৷
ভীষণ অসুস্থ শিশুর চিকিৎসার জন্য সাহায্য প্রার্থণা মা -বাবা-র
প্রসঙ্গত, শিলিগুড়ি শহরের হায়দার পাড়ায় বাড়ি রাকেশ এবং উমা পালের। তাদের ছেলে শোভন পালকে নিয়ে ছোট সংসার। কিন্তু তিন মাস বয়স থেকেই একাধিক সমস্যায় ভুগছে ছোট শোভন। তার মাথায় সিস্ট রয়েছে। হাতের আঙ্গুলগুলো সোজা করতে পারে না সে। এ নিয়ে চারবার অপারেশন হয়েছে তার। তাতেও কিছু লাভ হয়নি। তাই শোভনের বাবা-মা নিমান্স হাসপাতালে গিয়ে চিকিৎসার টাকা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছেন।
আরও পড়ুন – Salman Khan: মমতার বাড়িতে মিষ্টি মুখ সলমনের! দিদির আশীর্বাদ নিয়ে গেলেন ভাইজান, দেখুন ভিডিও
শোভনের মা উমা দে পাল জানান, “আমার শহরের মানুষের কাছে হাতজোড় করে আমি প্রার্থনা করছি যেন এই ছোট শিশুটির চিকিৎসার জন্য আমাকে কিছু সাহায্য করে। তাহলে আমার ছেলেটি সাধারণ ছেলেদের মতন স্কুল যেতে পারবে।”
আরও পড়ুন – LSG: ইডেনে মোহনবাগানের জার্সিতে আইপিএল খেলবে লখনউ? নতুন চমকের ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার
শোভনের বাবা রাকেশ পাল জানান, ‘‘ছেলের চিকিৎসার জন্য চার বছর ধরে লাগাতার অনেকের দরজায় কড়া নাড়ছি, অনেকেই সাহায্য করেছে আমাকে। তবু আমার ছেলেকে সঠিকভাবে ঠিক করতে অনেক টাকার প্রয়োজন সেই টাকা যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আমাকে সকল শহরবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছি।’’
ANIRBAN ROY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।