Salman Khan: মমতার বাড়িতে মিষ্টি মুখ সলমনের! দিদির আশীর্বাদ নিয়ে গেলেন ভাইজান, দেখুন ভিডিও
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাবে ঢোকার আগে শনিবার বিকেল চারটে ২৫ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন সলমন খান। তার কনভয় গোপালনগর হয়ে পৌঁছে যায় হরিশ চ্যাটার্জী স্ট্রিট। মিনিট ৩০ কাটিয়ে বেরিয়ে যান সল্লু মিয়া। সলমন নিজে মমতার জন্য একটি ফটো ফ্রেম এনেছিলেন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইস্টবেঙ্গল ক্লাব চত্বর। পাশাপাশি সংলগ্ন রাস্তাগুলিও।
নিরাপত্তায় কোনও ত্রুটি রাখতে চাইছে না ক্লাব। প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকছে ক্লাব চত্বর থেকে অনুষ্ঠান ক্ষেত্রে সভাস্থলে। এছাড়াও থাকছেন বিপুল সংখ্যার বাউন্সার। সন্ধ্যা ৬টায় খুলবে মূল প্রবেশদ্বার।ভাইজানের হিট হিট গানে চলেছে নাচের প্রস্তুতি। কখনও বাজছে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর গান, কখনও বাজছে ‘কিক’ ছবির ‘জুম্মে কি রাত’, কখনও আবার ‘দবাং’ ছবি মারকাটারি সব গান।
advertisement
#WATCH | Actor Salman Khan meets West Bengal CM Mamata Banerjee at the latter’s residence in Kolkata pic.twitter.com/ilydxg9Edi
— ANI (@ANI) May 13, 2023
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সলমন দেখা করতে চান, এমন ইচ্ছা তিনি নিজেই প্রকাশ করেছিলেন আগে। মুখ্যমন্ত্রী সলমনকে উত্তরীয় পরিয়ে দেন। তাকে দেখার জন্য উপস্থিত মানুষদের উদ্দেশ্যে হাত নেড়ে ভাইজান ঢুকে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে মিষ্টি ছাড়াও তার জন্য বিভিন্ন গিফট রাখা ছিল। হাসিমুখে ফটোগ্রাফারদের উদ্দেশ্যে মমতা এবং সলমন দুজনেই পোজ দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 5:14 PM IST