LSG: ইডেনে মোহনবাগানের জার্সিতে আইপিএল খেলবে লখনউ? নতুন চমকের ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার

Last Updated:
মোহনবাগান জার্সিতে খেলবে 
লখনউ?
মোহনবাগান জার্সিতে খেলবে লখনউ?
কলকাতা: আইপিএলের মাঠে এবার মোহনবাগানের সবুজ মেরুন জার্সি দেখা যাবে। কল্পনা নয়, এমনটাই সত্যি হতে চলেছে ইডেনে। কলকাতার ক্রিকেট সমর্থকদের কতটা কাছের দল কেকেআর? এই প্রশ্ন উঠতেই পারে। শাহরুখ খান কলকাতার প্রিয় মানুষ সন্দেহ নেই। তার দলকে কলকাতা ভালবাসবে সেটাই স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর খারাপ দল তৈরি করে নাইটদের ব্যর্থতা শহরের ক্রিকেট প্রেমীদের কিছুটা হলেও কেকেআরের থেকে দূরে করে দিয়েছে।
চলতি মরশুমেই চেন্নাই সুপার কিংস ম‌্যাচে পুরো হলুদ হয়ে গিয়েছিল ইডেন। কেকেআরের সোনালি-বেগুনি ছেড়ে। ২০ মে’র ইডেনে যদি আবার সে রকম কিছু হয়, জনসমর্থন যদি ফের দু’ভাগ হয়ে যায়, আশ্চর্যের কিছু থাকবে না। সবুজ-মেরুন যে মোহনবাগানের রং। সবুজ-মেরুন যে চিরকালীন এক আবেগের রং! ২০ মে শহরে শেষ আইপিএল ম‌্যাচ।
কেকেআরের আইপিএল প্লে অফ সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও লখনউয়ের প্লে অফ যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এমনিতেই কেকেআর বনাম লখনউ ম‌্যাচের একটা স্বতন্ত্র মাহাত্ম‌্য রয়েছে। কারণ লখনউ মেন্টরের নাম গৌতম গম্ভীর। সেই গম্ভীর, যিনি কিনা অধিনায়ক হিসেবে দু’টো আইপিএল ট্রফি দিয়েছিলেন কেকেআরকে।
advertisement
advertisement
আগামী শনিবার ইডেনে লখনউ নামবে সবুজ-মেরুন জার্সি পরে! না, চমক নয়। চমক একে বলে না। একে বলে মাস্টারস্ট্রোক! যা দিয়ে রাখলেন লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কেকেআরের বিপক্ষে লখনউ যখন মোহনবাগানের জার্সিতে মাঠে নামবে তখন মোহনবাগান সমর্থকরা গম্ভীরের দলকে সমর্থন করবেন সেটাই স্বাভাবিক। স্তইনিস, বাদনি, ক্রনাল, আবেশ খানরা সেদিন ইডেনে প্রচুর মানুষের সমর্থন পাবেন এটা নিশ্চিত করেই বলা যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
LSG: ইডেনে মোহনবাগানের জার্সিতে আইপিএল খেলবে লখনউ? নতুন চমকের ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement