Siliguri News: শিলিগুড়িতেও রয়েছে কামাখ্যা মন্দির। নিয়ম মেনে হচ্ছে অম্বুবাচি পুজো! জানুন

Last Updated:

Siliguri News: শিলিগুড়ি নেপালি বস্তির দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির হয়ে উঠেছে আদর্শ জায়গা।

+
নেপালি

নেপালি বস্তির দশ মহাবিদ্যার মন্দির

শিলিগুড়ি : শিলিগুড়িতেও দশ মহাবিদ্যার কামখ্যা মন্দির। রীতি মেনে হচ্ছে অম্বুবাচী পুজো। অম্বুবাচীতে অসমের কামাখ্যা মন্দির দর্শন করতে সকলেই যেতে চায় তবে নানান রকম সমস্যা থাকে অনেকেই যেতে পারেন না। তাদের জন্য শিলিগুড়ি নেপালি বস্তির দশ মহা বিদ্যা কামাখ্যা মন্দির হয়ে উঠেছে আদর্শ জায়গা । আগামী ২৬ তারিখ পর্যন্ত এই পুজো উপলক্ষে চলবে নানান অনুষ্ঠান। অম্বুবাচী তিথির শেষ দিনে হবে বিশেষ অনুষ্ঠান।
নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন কামাখ্যা দেবী। সারা বছর এই মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দির বন্ধ থাকে। হিন্দু ধর্ম শাস্ত্রে অম্বুবাচীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। চলতি বছর ২২ জুন থেকে অম্বুবাচী শুরু হবে। শেষ হবে ২৬ জুন। এতদিন পর্যন্ত দশ মহাবিদ্যার মন্দির হলেও পাঁচটি মায়ের মূর্তি এখানে ছিল তবে এ বছর সব মূর্তি স্থাপন করা হয়েছে সেই মন্দিরে সেই মন্দিরে। আগামী ২৬ তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মায়ের মুখ ২৬ তারিখ বেলা ২ টা ৩২ মিনিটে ভক্তদের মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন:
advertisement
মন্দির কমিটির সম্পাদক বিকাশ রাই বলেন,  “তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হবে। আবার এ সময়ে প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। দেবীর রজস্বলা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। পরে সেটি লাল রঙের হয়। এই পোশাককে অম্বুবাচী বস্ত্র বলা হয়।  এখানে আগত ভক্তদের ওপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা-ভক্তি-সহ সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।” মন্দিরে ঘুরতে আসা শুভাশিস ব্যানার্জি জানান, “এই সময়টায় অসমের কামাখ্যা মন্দিরের সবাই গিয়ে থাকেন। তবে শিলিগুড়ি নেপালি বস্তি এলাকায় এই মন্দির হওয়ায় আমরা সবাই এখানেই আসছি।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতেও রয়েছে কামাখ্যা মন্দির। নিয়ম মেনে হচ্ছে অম্বুবাচি পুজো! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement