Siliguri news : গরু চুরি করতে এসে গণধোলাই! ভয়াবহ কাণ্ড ! চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্তে!

Last Updated:

Siliguri news : সন্দেহ করা হচ্ছিল যুবক গরু চুরি করতে এসেছে। গ্রামবাসীরা জানতে পেরেই গণধোলাই শুরু করে! ভয়াবহ ঘটনা ঘটল সীমান্তে!

#রাজগঞ্জ : গরু চুরি করতে এসে গ্রামবাসীদের গণধোলাইয়ে মৃত্যু হল এক গরু যুবকেরl বুধবার সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।জানা গেছে,রাতের অন্ধকারে গরু চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ে প্রাণ হারায় এক বাংলাদেশের যুবকের।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত তিনটা নাগাদ পরপর দুটি বাড়িতে গরু চুরি করতে ঢোকে বাংলাদেশের চোরের দল।এই ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে।যদিও গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে গরু রেখে পালিয়ে যায় চোরের দল।সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগান থাকায় কোন রকমে ঐ চা বাগানে রাতে লুকিয়ে পড়ে চোরের দলটি। রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় ছিল গোটা এলাকা। সকালে সূর্যের আলো ফুটতেই পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ঐ দুষ্কৃতী দলের এক যুবক। এর পর ক্ষুব্ধ গ্রামবাসীদের গণধোলাইয়ের আক্রমণে মৃত্যু হয় ঐ চোরের।ঠিক ওই সময় অপর দিক থেকে আরেক দুষ্কৃতি সীমান্তের তারকাটা ঘেরা টপকে পালিয়ে যায় বলেই খবর।
advertisement
advertisement
গরু চুরি করতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে গরু চোরের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। তবে মৃত ব্যাক্তির পরিচয় এখনো জানা যায় নি। গ্রামবাসীদের বক্তব্য ওই দুষ্কৃতি বাংলাদেশ থেকেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল।ইতিমধ্যে পুরো বিষয়টির তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri news : গরু চুরি করতে এসে গণধোলাই! ভয়াবহ কাণ্ড ! চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্তে!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement