Siliguri News: বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখলে হবে এই সব উপকার! জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ইনডোর প্ল্যান্ট শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, এরা স্বাস্থ্যের নানা রকম উন্নতি ঘটাতেও সাহায্য করে । তারা বায়ুমণ্ডল থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে একটি প্রাকৃতিক বায়ু পরিশোধক হিসাবে কাজ করে।
শিলিগুড়ি: ইট-পাথরের নাগরিক জীবনে আমরা এক টুকরো সবুজের ছোঁয়া পেতে চাই। এ কারণে অনেকেই ব্যালকনিতে কিংবা ঘরের ড্রয়িং রুমের কোণায় টবে বিভিন্ন গাছের চারা লাগায়। যা বর্তমানে অনেকের শখ পাশাপাশি রুচিশীলতারও পরিচয় দেয়।
এই ইনডোর প্ল্যান্ট খুব কম পরিমাণে জল এবং সূর্যালোকের সাহায্যে অনেক দিন বেঁচে থাকতে পারে। ইনডোর প্ল্যান্ট শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, এরা স্বাস্থ্যের নানা রকম উন্নতি ঘটাতেও সাহায্য করে । তারা বায়ুমণ্ডল থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে একটি প্রাকৃতিক বায়ু পরিশোধক হিসাবে কাজ করে। শারীরক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে ইনডোর প্ল্যান্ট হতে পারে এক অনন্য পথ্য। এমনই কিছু প্ল্যান্টের তালিকা দেওয়া রইল।
advertisement
advertisement
ইনডোর প্ল্যান্ট হিসাবে ক্যাকটাস
বাড়ির জন্য সেরা অন্দর গাছগুলির মধ্যে একটি হল ক্যাকটাস। এগুলি বিভিন্ন রঙ, আকরের হয়। তাদের মাঝে মাঝে উজ্জ্বল রঙের ফুল আপনার ঘরে রঙের ছোঁয়া যোগ করতে পারে। ক্যাকটাস কম জলের গ্রহণ করে। অতএব, এই জাতীয় উদ্ভিদের যত্ন নেওয়া সহজ।
advertisement
জেড প্ল্যান্ট
একটি জেড প্ল্যান্ট এতটাই ঝামেলা-মুক্ত যে আপনাকে আবার কীভাবে গৃহমধ্যস্থ উদ্ভিদের যত্ন নেওয়া যায় তা নিয়ে চিন্তা করতে হবে না। উদ্ভিদের একটি পাতাযুক্ত, গভীর-সবুজ আভা গাছ। এটি কার্যকরভাবে যে কোনও ছোট ঘরকে উজ্জ্বল করতে পারে।
advertisement
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট ভারতের সেরা ইনডোর প্ল্যান্টের মধ্যে রয়েছে। স্নেক প্ল্যান্ট একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট, তাদের স্পাইকি, হলুদ-সবুজ পাতার জন্য বিখ্যাত। এর জন্য খুব কম জায়গা প্রয়োজন। এই উদ্ভিদটি ঘরের কোণে অত্যন্ত ভাল ভাবে রাখা যায়।
জেব্রা হাওয়ার্থিয়া
হাওয়ার্থিয়া অ্যাটেনুয়াটা বা জেব্রা হাওয়ার্থিয়া একটি সুন্দর গাছ। এর পাতাগুলি ঘৃতকুমারী গাছের মতোই, তবে পার্থক্য হল এটি সাদা, সঙ্গে থাকে জেব্রার মতো স্ট্রাইপ। এটি প্রায় ২-৮ ইঞ্চি বৃদ্ধি পায় এবং উজ্জ্বল হলুদ ফুল ফোটে। এটিকেও সজিয়ে রাখতে পারেন।
advertisement
সানসাভেরিয়া
ইদানিং ইন্টিরিয়র ডেকরেশনের বাজারে খুব জনপ্রিয় সানসাভেরিয়া। Mother-in-Law’s Tounge নামেও পরিচিত। এক সপ্তাহ জল দিতে ভুলে গেলেও কোনও সমস্যা নেই। আর বেশ অন্যরকম দেখতে।বিভিন্ন জাতের সানসাভেরিয়া হয়। হলুদ বর্ডার, কালচে সবুজ পাতার গাছটি সাদা বা লাল টবে সত্যিই খুব সুন্দর দেখায়। গোড়া থেকে চারা বের হয়। সেটা তুলে বসালেই গাছ হবে। অনেকে গোটা পাতা কেটে বসান। তবে সেটায় অনেক সময় লাগে।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 6:13 PM IST