Shiplike Home: চাষের সব্জি বাজারে বেচে টাইটানিকের মতো বাড়ি তৈরি করে শৈশবের স্বপ্নপূরণ যুবকের

Last Updated:

Shiplike Home: জাহাজ বাড়িটি ৩৯ ফুট লম্বা ও ১৩ ফুট চওড়া । প্রায় ৩০ ফুট উচ্চতার এই জাহাজ বাড়ি ফাঁসিদেওয়ার নিজবাড়ি এলাকার মূল আকর্ষণ হয়ে দাড়িয়েছে।

+
ছোটবেলার

ছোটবেলার স্বপ্নপূরণ করতে টাইটানিক জাহাজের মতন বাড়ি তৈরি করলেন মিন্টু

অনির্বাণ রায়, শিলিগুড়ি : শখের বশেই জাহাজের মতো বাড়ি তৈরি করলেন মিন্টু। অবিকল টাইটানিক জাহাজের মতো তাঁর সাধের বাড়ি। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা জেলার বাসিন্দা মিন্টু রায়। ২০-২৫ বছর আগে শিলিগুড়ির ফাঁসিদেওয়া অঞ্চলের নিজবাড়ি এলাকায় এসে বসতি স্থাপন করেন। বর্তমানে চাষাবাদ করেই দিন কাটাচ্ছেন তিনি। বাবা মনোরঞ্জন রায়ের হাত ধরেই শিলিগুড়িতে আসা। তারপর কেটে গিয়েছে অনেক দিন। কিন্তু তাঁর ইচ্ছেটাকে কোনওদিনও মরে যেতে দেয়নি মিন্টু। তার শখের জাহাজের মতো বাড়ি বানানোর কাজ ধীরে ধীরে শুরু করেন তিনি।
প্রসঙ্গত, কলকাতায় থাকাকালীন জাহাজ দেখতে দেখেতে জাহাজের মতো বাড়িতে থাকার ইচ্ছে হয়। সেই থেকেই এই জাহাজ বাড়ি বানানোর পরিকল্পনা নেন। তবে প্রথমে তার ভাবনায় সায় দেননি কোনও ইঞ্জিনিয়ার। জাহাজের মতো বাড়ি আবার হতে পারে নাকি! তার পর নিজের হাতেই ছবি এঁকে বাড়ি তৈরিতে হাত দেন। তবে টাকার অভাবে কাজ মাঝে মাঝেই আটকে যায়। মিস্ত্রিদের টাকা যোগান দেওয়ার ক্ষমতাও ছিল না তাঁর। তার পর নিজেই তিন বছর নেপালে গিয়ে রাজমিস্ত্রির কাজ শিখে বাড়ির তৈরির কাজে হাত দেন। ধীরে ধীরে তৈরি হচ্ছে তার স্বপ্নের জাহাজ বাড়ি।
advertisement
আরও পড়ুন :  ১৮৪ বছরের প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল নদীপথে বয়ে আনা পাথর দিয়ে
মিন্টু বাবুর কথায়, ২০১০ সালে কাজ শুরু হয় এই জাহাজ বাড়ি বানানোর। জাহাজ বাড়িটি ৩৯ ফুট লম্বা ও ১৩ ফুট চওড়া । প্রায় ৩০ ফুট উচ্চতার এই জাহাজ বাড়ি ফাঁসিদেওয়ার নিজবাড়ি এলাকার মূল আকর্ষণ হয়ে দাড়িয়েছে। অবিকল জাহাজের মতোই বাড়ি বানিয়েছেন তিনি। ৯.৫ ডেসিমাল জমিতে জাহাজ বাড়ি বানিয়ে সকলকে অবাক করেছে মিন্টু বাবু। চাষ আবাদ করে সেই ফসল বাজারে বিক্রি করে সেই টাকা জমিয়ে আজও বাড়ি বানানোর কাজ করে চলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রখর রোদে পুড়ছে জঙ্গলমহল, শুনশান পথে লু প্রবাহের আশঙ্কা
মন্টু বাবু জানিয়েছেন,নিজের মায়ের নামেই তিনি এই বাড়ির নাম দেবেন বলে ঠিক করেছেন। এখনও পর্যন্ত আনুমানিক ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন " আমি আগামী বছরের মধ্যে কাজ শেষ করার চেষ্টায় আছি। আমার ইচ্ছে আছে উপর তলায় পরবর্তীতে রেস্তরাঁ বানাব। সেখান থেকে একটা উপার্জনের চিন্তাভাবনা রয়েছে।"
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Shiplike Home: চাষের সব্জি বাজারে বেচে টাইটানিকের মতো বাড়ি তৈরি করে শৈশবের স্বপ্নপূরণ যুবকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement