Siliguri News: শিলিগুড়িতে 'রান ফর ভারত', লক্ষ্য গ্রামীণ প্রতিভা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
গ্রামীন প্রতিভাদের তুলে ধরার লক্ষ্যে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে রান ফর ভারত ম্যারাথন দৌড়
শিলিগুড়ি: গ্রামাঞ্চলের প্রতিভাদের মূল স্রোতে তুলে ধরতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘রান ফর ভারত’। আগামী ১৩ অগস্ট বনবাসী কল্যান আশ্রমের উত্তরবঙ্গ শাখার উদ্যোগে এটি আয়োজিত হবে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হবে ও শালবাড়ি এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের কার্যালয়ের সামনে গিয়ে দৌড় শেষ হবে। এই দৌড়ে ১৩ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকলে অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই জানান সংগঠনের কনভেনার ভুলু দত্ত।
advertisement
advertisement
প্রসঙ্গত, মহিলা ও পুরুষ প্রত্যেকেই ‘রান ফর ভারত’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এর জন্য প্রতিযোগীরা ক্লাবে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে, অথবা অনলাইনেও আবেদন করা যাবে। ১০ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীর পুরস্কার ১১ হাজার টাকা। দ্বিতীয় স্থানের জন্য ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থানের জন্য পুরস্কার ৫ হাজার টাকা। সংগঠনের কনভেনার ভুলু দত্ত জানান, মূলত গ্রামাঞ্চলের প্রতিভা সামনে তুলে আনতেই এই উদ্যোগ। ২ হাজারের বেশি ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 10:04 PM IST