Nadia News: সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে পুরস্কৃত মায়েরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহে নদিয়ায় বিশেষভাবে পুরস্কৃত করা হল মায়েদের
নদিয়া: ১ অগস্ট থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। চলবে ৭ অগস্ট পর্যন্ত। রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুদের নিয়ে এই উপলক্ষে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, নেওয়া হচ্ছে নানান কর্মসূচি।
মায়ের দুধের বিকল্প নেই- এই ধ্রুব সত্যটি প্রায় সকলেই জানেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ‘ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক’-এর প্রয়োজনীয়তা কোথায়? ঘটনা হলো এই চিরসত্য বিষয়টি জানা সত্ত্বেও ক্রমশই সহর ও গ্রামাঞ্চলে সদ্যজাত সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর প্রবণতা কমছে মায়েদের মধ্যে। পরিবর্তে খাওয়ানো হচ্ছে বাজারে প্রচলিত বেশ কিছু ফুল সাপ্লিমেন্ট। অথচ চিকিৎসকরা বারবার বলছেন, মায়ের দুধের বিকল্প নেই। বরং শিশুকে দু’বছর বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ পান না করালে তাদের শরীরে অপুষ্টি দেখা দিতে পারে। বিভিন্ন রোগে ভুগতে শুরু করতে পারে ওই শিশু। আর সেখানেই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের তাৎপর্য। অগস্ট মাসের প্রথম সপ্তাহজুড়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মায়েদের এই বিষয়ে সচেতন করার কাজ চলে।
advertisement
advertisement
নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর ৭২ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হরিপুর অঞ্চলের ৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহযোগীরা অংশগ্রহণ করেন। শিশুদের স্বাস্থ্য ও সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রেখে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয় মায়েদের হাতে। আরও ২০ টি শিশুকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 9:47 PM IST