Siliguri News: শিলিগুড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই অভিযুক্ত

Last Updated:

গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ফুলবাড়ি এলাকায় অভিযান চলিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করেছে।পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ৭.৬৫ এমএম ইম্প্রোভাইজড পিস্তল ও তাজা কার্তুজ।

+
ফের

ফের একবার অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই অভিযুক্ত

#শিলিগুড়ি : ফুলবাড়ি সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২  অভিযুক্ত। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রের তথ্যের উপর ভিত্তি করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি পুলিশ টিম ফুলবাড়ী সংলগ্ন ক্যানেল রোড এলাকায় অবৈধ অস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করে।
অভিযুক্তরা শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিদের নাম যথাক্রমে রাজকুমার সাহানি (৩৮) ও  জলন্দর সাহানি (২৮) ।  এদিন তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ মিমি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস এবং তিনটি কার্তুজ। এই বিষয়ে যথাযথ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, গোপন সূত্রের  ভিত্তিতেই সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন এসওজি এবং এনজেপি থানা যৌথভাবে ফুলবাড়ি এলাকার ক্যানাল রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় ।
advertisement
অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ৭.৬৫ এমএম ইম্প্রোভাইজড পিস্তল । এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি তাজা কার্তুজ । তবে ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে এসেছিল এবং সঠিক কী উদ্দেশ্য ছিল তাদের তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই অভিযুক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement