Siliguri News: পর্যটনের প্রসারে উত্তর-পূর্ব ভারতে নজর নেপালের

Last Updated:

নেপালের জাতীয় আয় বহুলাংশে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্রটিতে সবচেয়ে বেশি পর্যটক ভারত থেকেই যায়। তার মধ্যে বাঙালিদের সংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি।

শিলিগুড়ি: পর্যটন শিল্পের প্রসারে উত্তর-পূর্ব ভারতে নজর নেপালের। এই পরিকল্পনার গেটওয়ে হিসেবে শিলিগুড়িকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড। সেই উপলক্ষে শহরে ট্যুরিজম প্রমোশন প্রোগ্রামের আয়োজন করল প্রতিবেশী দেশটির ট্যুরিজম বোর্ড।
নেপালের জাতীয় আয় বহুলাংশে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্রটিতে সবচেয়ে বেশি পর্যটক ভারত থেকেই যায়। তার মধ্যে বাঙালিদের সংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। তবে দেশের অর্থনীতিকে মজবুত করতে পর্যটন শিল্পকে আরও সংগঠিত করতে চাইছে নেপাল সরকার। সেই লক্ষ্য পূরণের জন্য শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতের উপর বিশেষ নজর দিয়েছে তারা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কি থেকে অল্প দূরত্বে গেলেই পৌঁছে যাওয়া যায় নেপালের প্রসিদ্ধ পর্যটনস্থলগুলিতে। যদি কেউ নেপালের জনপ্রিয় পাথিভরা মন্দিরে যেতে চান, তবে পানিট্যাঙ্কি সীমান্ত থেকে গাড়িতে মাত্র ৪৫ কিলোমিটার পথ গেলেই মন্দিরে পৌঁছনো যাবে। তবে মন্দিরে পৌঁছনোর আগে ৪-৫ কিলোমিটার পথ কিন্তু গাড়িতে নয়, যেতে হবে ট্রেকিং করে। খুব কম দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে সাগরমাতা জাতীয় উদ্যানে।
advertisement
ভারতের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন এতোয়া (ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড টুর অপারেটরস অ্যাসোসিয়েশন)-র সঙ্গে নেপালের পর্যটন বোর্ডের দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়, শিলিগুড়ির পাশাপাশি গুয়াহাটি ও শিলংয়ে সেমিনার করবে নেপাল টুরিজম বোর্ড। দ্য ন্যাশনাল টুরিজম অর্গানাইজেশন অফ নেপাল এবং নেপাল অ্যাসোসিয়েশন অ্যান্ড টুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট (নাট্টা) এই কর্মসূচিতে অংশ নিচ্ছে।
advertisement
নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে উত্তর-পূর্ব ভারতের তিন গুরুত্বপূর্ণ শহরে সেমিনার করে নেপালের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির বিষয়ে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নেপাল টুরিজম বোর্ডের ম্যানেজার সুরিয়া থাপালিয়ার বলেন, নেপালের কাছে ভারতের পর্যটকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পূর্ব নেপালের পর্যটনকেন্দ্রগুলিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কাছে তুলে ধরতে চাইছি। এই বছর প্রায় ২০-২২ টি সেমিনার করব। নেপাল মূলত পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের মধ্যে ক্রস বর্ডার টুরিজমের উপর জোর দিচ্ছে। সেপ্টেম্বরে বেঙ্গল ট্রাভেল মার্ট অনুষ্ঠিত হবে শিলিগুড়িতে। সেখানে নেপাল থেকে আসা পর্যটকদের বিভিন্ন অঞ্চল ঘোরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ছাঙ্গু লেক, টয়ট্রেন সহ উত্তরের বিভিন্ন আকর্ষণীয় ও দ্রষ্টব্য জায়গা নেপালের পর্যটকদের কাছে তুলে ধরা হবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পর্যটনের প্রসারে উত্তর-পূর্ব ভারতে নজর নেপালের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement