Dakshin Dinajpur News: বালুরঘাট জেলা হাসপাতালের রাত্রি নিবাস দ্রুত খুলে দেওয়া হবে

Last Updated:

তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের থাকার সুবন্দোবস্ত আছে। ওই ভবনের নিচের তলায় রোগীর পরিজনদের রাতে খাওয়ার এবং উপরের তলায় থাকার ব্যবস্থা করা হবে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: হাসপাতালে রোগীর জায়গা হলেও পরিজনদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হতো। বালুরঘাট জেলা হাসপাতালের এই চিত্র নতুন নয়। হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের রাত্রি যাপনের জন্য নামমাত্র যে ব্যবস্থা আছে তার অব্যবস্থার কথা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। তবে অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্রই বালুরঘাট পুরসভার পক্ষ থেকে খুলে দেওয়া হতে চলেছে রাত্রি নিবাস। এতে খুশি রোগীর পরিজনরা।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে ওই রাত্রি নিবাসটির উদ্বোধন করেন। বালুরঘাট জেলা হাসপাতালে অবস্থিত রাত্রি নিবাসটি রাজ্যের আবাসন দফতরের পক্ষ থেকে নির্মাণ করা হয়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের থাকার সুবন্দোবস্ত আছে। ওই ভবনের নিচের তলায় রোগীর পরিজনদের রাতে খাওয়ার এবং উপরের তলায় থাকার ব্যবস্থা করা হবে।
advertisement
advertisement
তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরের মানুষ যেকোনও অসুখ-বিসুখে বালুরঘাট জেলা হাসপাতালের উপর নির্ভরশীল। এর ফলে প্রতিদিন প্রচুর রোগীর আনাগোনা হয়ে থাকে। হরিরামপুর, কুশমন্ডি, বংশীহারী, তপন, কুমারগঞ্জ সহ একাধিক এলাকার মানুষ জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসেন। রোগীর সঙ্গে পরিজনরাও হাসপাতালে আসেন। কিন্তু তাঁদের থাকার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বালুরঘাট জেলা হাসপাতালের রাত্রি নিবাস দ্রুত খুলে দেওয়া হবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement