দক্ষিণ দিনাজপুর: হাসপাতালে রোগীর জায়গা হলেও পরিজনদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হতো। বালুরঘাট জেলা হাসপাতালের এই চিত্র নতুন নয়। হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের রাত্রি যাপনের জন্য নামমাত্র যে ব্যবস্থা আছে তার অব্যবস্থার কথা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। তবে অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্রই বালুরঘাট পুরসভার পক্ষ থেকে খুলে দেওয়া হতে চলেছে রাত্রি নিবাস। এতে খুশি রোগীর পরিজনরা।
আরও পড়ুন: এগরা, বজবজের আতঙ্ক ফিরল মালদহে, কার্বাইড-বাজির দোকানে আগুন লেগে মৃত ২
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে ওই রাত্রি নিবাসটির উদ্বোধন করেন। বালুরঘাট জেলা হাসপাতালে অবস্থিত রাত্রি নিবাসটি রাজ্যের আবাসন দফতরের পক্ষ থেকে নির্মাণ করা হয়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের থাকার সুবন্দোবস্ত আছে। ওই ভবনের নিচের তলায় রোগীর পরিজনদের রাতে খাওয়ার এবং উপরের তলায় থাকার ব্যবস্থা করা হবে।
তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরের মানুষ যেকোনও অসুখ-বিসুখে বালুরঘাট জেলা হাসপাতালের উপর নির্ভরশীল। এর ফলে প্রতিদিন প্রচুর রোগীর আনাগোনা হয়ে থাকে। হরিরামপুর, কুশমন্ডি, বংশীহারী, তপন, কুমারগঞ্জ সহ একাধিক এলাকার মানুষ জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসেন। রোগীর সঙ্গে পরিজনরাও হাসপাতালে আসেন। কিন্তু তাঁদের থাকার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balurghat, Dakshin Dinajpur News, Hospital