Malda News: এগরা, বজবজের আতঙ্ক ফিরল মালদহে, কার্বাইড-বাজির দোকানে আগুন লেগে মৃত ২
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
গোডাউনে যখন আগুন লাগে ঠিক সেই সময় ভেতরে কাজ করছিলেন দুই শ্রমিক। ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে ভেতরেই আটকে পড়েন তাঁরা।
মালদহ: সবেমাত্র বাজার খুলেছে। একে একে গুদামঘর, দোকানের ঝাঁপ খুলছেন ব্যবসায়ীরা। ঠিক সেই সময় বিকট শব্দে কেঁপে উঠল মালদহ শহরের রথবাড়ি নেতাজি পুর বাজার। পরপর বিস্ফোরণের শব্দ কানে যেতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাজারে ব্যবসায়ীরা। মাল তোলা-নামানো করতে আসা শ্রমিক বা ভ্যান চালকরা সবকিছু ফেলে পড়িমরি করে ছুট লাগায়। কেউ বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী ঘটছে।
মুহূর্তের মধ্যে বিকট শব্দের সঙ্গে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বাজার। চোখ জ্বালা করতে থাকে সকলের। বাজারের আশেপাশের বাড়ির বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাজারের মধ্যে থাকা কার্বাইড ও বাজির গোডাউনে হঠাৎ বিস্ফোরণ ঘটে এমনই আতঙ্কের পরিবেশ তৈরি হয় মালদহের রথবাড়ি নেতাজি পুর বাজারের। যদিও কেউ কেউ বলছেন বাজি নয়, কার্বাইডের গোডাউনে অগ্নিকাণ্ডের জেরে এই পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
advertisement
advertisement
এদিকে ওই গোডাউনে যখন আগুন লাগে ঠিক সেই সময় ভেতরে কাজ করছিলেন দুই শ্রমিক। ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে ভেতরেই আটকে পড়েন তাঁরা। দমকলের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর দমকল ও পুলিশ কর্মীরা ভেতরে ঢুকে ওই দুই শ্রমিকের মৃতদেহ বের করে আনেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ওই গোডাউনে আগুন জ্বলতে দেখা গিয়েছে। কার্বাইডের দোকান থেকে আগুন দ্রুত পাশের বাজির দোকানে ছড়িয়ে পড়ে। এতে এলাকার মানুষ আরও ভয় পেয়ে যায়। এগরা ও বজবজের সদ্য ঘটে যাওয়া ঘটনার স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে ওঠে সবাই। নিজেদের ক্ষতি এড়াতে বাজারের অন্য ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার মাল দোকান থেকে বাইরে বের করে অন্যত্র সরাতে শুরু করেন। ব্যবসায়ীদের মধ্যে সব প্রবল আতঙ্ক লক্ষ করা যায়। এই বাজারে বহু বড় বড় গোডাউন আছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে দমকল কর্মীদের প্রচেষ্টায় একটি ভবনের মধ্যেই আগুন নিয়ন্ত্রিত করা সম্ভব হয়। ওই ভবনের প্রায় সমস্ত দোকান পুড়ে যায়।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 5:22 PM IST