শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী আসার আগে বাগডোগরা বিমানবন্দরে ৩৫ রাউন্ড কার্তুজ ও পিস্তল সহ গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম নিয়া ডোকা (৩৫)। ওই ব্যক্তি অরুণাচলের ইটানগরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার কলকাতা যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে ধৃতকে তল্লাশি চালিয়ে আটক করে বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। পরে ধৃতকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাতুড়ের কীর্তি! রক্ত বেরোনো বন্ধ করতে কানে মারাত্মক এমসিল আঠা ঢেলে দিল হাতুড়ে
আরও পড়ুন: বালিশ দিয়ে মুখ চেপে গোপনাঙ্গে আঘাত, প্রেমিকের জন্য স্বামীকে মারল ৪৭ বছরের মহিলা
বিমানবন্দর সূত্রে খবর ধৃত ব্যক্তি সকাল ৯.৩০-এর কলকাতার যাওয়ার বিমানের যাত্রী ছিলেন। বোর্ডিংয়ের আগেই তল্লাশি চালিয়ে ধৃতের ব্যাগ থেকে ৩৫ রাউন্ড কার্তুজ ও পিস্তল উদ্ধার করে সিআইএসএফ জওয়ানরা। পুলিশ জানিয়েছে ধৃত সিকিমের এক নির্মাণসংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার। তার এই আগ্নেয়াস্ত্র উত্তরপ্রদেশ, দিল্লি ও উত্তর-পূর্ব ভারতের লাইসেন্স রয়েছে। তবে বিমানবন্দরের ভেতর কী ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকল তা ধন্দে ফেলেছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। মুখ্যমন্ত্রীর তিনদিনের উত্তরবঙ্গ সফরের কয়েক ঘন্টা আগে বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ঘটনায় কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছিল।
বিশ্বজিৎ মিশ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bagdogra Airport