Jamaishashthi Special: জামাইষষ্ঠীতে ধামাকা অফার! মাত্র ২৯৯ টাকায় মিলবে ২১ রকমের পদ শিলিগুড়ির রেস্তোরাঁয়

Last Updated:

এই অফারটি নিতে হলে দোকানে গিয়ে ২৯৯ টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। কুপনটি সংগ্রহ করা মাত্রই জামাইষষ্ঠীর দিন এসে দুপুর ২টোর দিকে এই ডেলিভারি দেওয়া হবে দোকান থেকেই।

+
title=

শিলিগুড়ি: জামাইষষ্ঠী হল বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। সেকালে আচার অনুষ্ঠান হলেও বর্তমানে জামাইষষ্ঠী কিন্তু একটি দারুণ সেলিব্রেশন। তবে যুগের তালে সময়ের বড্ড অভাব।  রীতি মেনে জামাইকে তো খাওয়াতেই হবে। তাই রেস্তোরাঁয় অর্ডার দিয়ে খাওয়া হতেই পারে।
আর ঠিক সেই কথা ভেবেই শিলিগুড়ি শহরের ২৩ নম্বর ওয়ার্ডের প্রীতিলতা রোডে অবস্থিত ‘ট্যাংরা রেস্তোরাঁ’ জামাইষষ্ঠীর স্পেশ্যাল অফার ২৯৯ টাকায় ২১ রকমের পদ খাওয়াবে তারা। তাদের মেন্যুতে রয়েছে, ‘ঢেঁড়স পাতুরি’, ‘পটল পোস্ত’, ‘কাঁচা কলার কোফতা’, ‘পটল চিংড়ি’, ‘লাউ চিংড়ি’, ‘চিলি চিকেন’, ‘চিকেন কষা’, ‘চাটনি’, মিষ্টি-সহ আরও অনেক কিছু। এবারের জামাইষষ্ঠীতে জামাইকে পাত পেড়ে খাওয়াতেই এমন উদ্যোগ বলে জানালেন রেস্তোরাঁর মালিক মৌসুমী দে।
advertisement
advertisement
এই অফারটি নিতে হলে দোকানে গিয়ে ২৯৯ টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। কুপনটি সংগ্রহ করা মাত্রই জামাইষষ্ঠীর দিন এসে দুপুর ২ টোর দিকে এই ডেলিভারি দেওয়া হবে দোকান থেকেই। আপনি যদি রেস্তোরাঁয় বসে খেতে চান তাহলে আপনাকে ২০ টাকা দিয়ে টেবিল বুক করে রেস্তোরাঁয় বসেই খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। এখনও পর্যন্ত প্রায় ২০০ কুপন সেল হয়ে গিয়েছে, তবে তাদের আশা সব কুপনই শেষ হয়ে যাবে।
advertisement
দোকানের কর্ণধার মৌসুমী দে জানান, ‘‘রান্নাবান্না করতে আমি বরাবরই পছন্দ করি। আগে গানও গাইতাম। তবে কেউ সাপোর্ট করতো না । নিজে কিছু করার অদম্য ইচ্ছে থেকেই এই দোকান তৈরি।’’ তবে তার ছেলে এবং স্বামী প্রচণ্ড সাপোর্ট করেন। মৌসুমী দেবীর ছেলে সোমনাথ দে জানান, ‘‘ কয়েক মাস হল মাত্র দোকান খুলেছি। হঠাৎ করেই এই বিষয়টি মাথায় আসে। মায়ের হাতের রান্নার স্বাদ খুবই অসাধারণ। সে স্বাদ সবাই একবার চেখে দেখুক। জামাইষষ্ঠীর থেকে ভাল দিন আর হতে পারে না, তাই এই অফার দিয়েই শুরু। এরকম আরও অনেক নানান অফারের পরিকল্পনা মাথায় রয়েছে।’’
advertisement
রিপোর্টার- অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Jamaishashthi Special: জামাইষষ্ঠীতে ধামাকা অফার! মাত্র ২৯৯ টাকায় মিলবে ২১ রকমের পদ শিলিগুড়ির রেস্তোরাঁয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement