Siliguri News: পুরসভার বিনামূল্যের কোচিংয়ে ভিড় বাড়ছে পড়ুয়াদের

Last Updated:

শিলিগুড়ি পুরনিগমের বিনামূল্যের টিউশন ক্লাসে ভিড় বাড়ছে পড়ুয়াদের

+
title=

শিলিগুড়ি: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা যাতে ভাল করে পড়াশোনা করতে পারে তার জন্য বিনামূল্যে টিউশনের ব্যবস্থা‌। এই বিষয়ে উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যেই শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে নবম ও দশম শ্রেণির টিউশন ক্লাস নেওয়া শুরু করেছেন শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বর্তমানে ওই কোচিং ক্লাসে প্রায় দুশোর উপরে পড়ুয়া পড়াশোনা করছে। সপ্তাহে সোম, বুধ ও শুক্র এই তিনদিন কোচিং ক্লাস নেওয়া হয়। তবে এবার অতিরিক্ত হিসেবে শনিবারও যুক্ত করার চিন্তাভাবনা চলছে।
পড়ুয়াদের অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও ইংরেজির ক্লাস দেওয়া হয় এই টিউশনে। বাংলা, ইংরেজি ও হিন্দি তিন মাধ্যমের‌ই পড়ুয়ারা এখানে ক্লাস করছে। সেইসঙ্গে যাতে আরও বেশি সংখ্যক পড়ুয়া বিনামূল্যে টিউশন পড়তে পারে তারও ব্যবস্থা করছে শিলিগুড়ি পুরনিগম। তাই শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পাশাপাশি শহরের আরও কয়েকটি স্কুলে কোচিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
পুরনিগমের এই টিউশনের কনভেনার তথা বাল্মীকি বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক সুব্রত দত্ত বলেন, পরবর্তীতে আমাদের পরিকল্পনা রয়েছে শিলিগুড়ি বয়েজের পাশাপাশি এনজেপি গেটবাজার এলাকায় এবং চম্পাসারি এলাকাতেও এই কোচিং ক্লাস চালু করা হবে। শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে অনেকেই অনুরোধ করেছিলেন এই টিউশন চালু করার জন্য। সেজন্য আমার আরও দুটো জায়গা ঠিক করেছি। আশা করছি, আগামী বছর থেকে সেই জায়গাগুলোতে টিউশন চালু হয়ে যাবে।
advertisement
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, নতুন কোচিং ক্লাস শুরু হলে শিক্ষক পেতে অসুবিধা হবে না। অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত হতে চান। পুরনিগমের এই বিনামূল্যের কোচিং সেন্টারে পড়ুয়াদের আগ্রহ আছে বলে জানিয়েছেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস। তিনি বলেন, বহুদিন আগেই মাননীয় মেয়র গৌতম দেবের মস্তিষ্কপ্রসূত এই বিনামূল্যে টিউশন ব্যবস্থা আমরা শুরু করতে পেরেছি। এর ব্যাপ্তি আরও বাড়ানোর চেষ্টা চলছে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুরসভার বিনামূল্যের কোচিংয়ে ভিড় বাড়ছে পড়ুয়াদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement