Durga Puja Carnival 2022: জমজমাট কার্নিভাল, শুরুতেই হড়পায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা

Last Updated:

Siliguri news : মালের দুর্ঘটনার পরে কার্নিভালের আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও দ্বাদশীর সন্ধ্যায় ভিড় ছিল। এমন ভিড় যে হবে তা হয়তো আন্দাজ করতে পারেননি উদ্যোক্তা ও পুলিশকর্তারা। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে পুলিশকে।

+
বৃষ্টি

বৃষ্টি উপেক্ষা করেই দূর্গাপুজো কার্নিভালে জনসমুদ্র শহর শিলিগুড়িতে

#শিলিগুড়ি: বৃষ্টিকে উপেক্ষা করেই দুর্গাপুজো কার্নিভালে জনসমুদ্রে ভাসলো শহর শিলিগুড়ি। শিলিগুড়িতে দুর্গাপুজোর কার্নিভালে জনসমাগম কতটা হবে তা নিয়ে আশঙ্কা বেধেছিল উদ্যোক্তাদের মধ্যে। কিন্তু পুজোর দিনগুলোর মতই বৃষ্টিকে তুড়ি মেরে কার্নিভালেও জনস্রোত শিলিগুড়িতে। মালের দুর্ঘটনার পরে কার্নিভালের আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও দ্বাদশীর সন্ধ্যায় ভিড় ছিল। এমন ভিড় যে হবে তা হয়তো আন্দাজ করতে পারেননি উদ্যোক্তা ও পুলিশকর্তারা। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে পুলিশকে।
অনেক রাত পর্যন্ত রাস্তায় ভিড় প্রমাণ করেছে শিলিগুড়ি পুরো নিগম ও তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত কার্নিভাল সফল। মালের হড়পায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেই এদিনের অনুষ্ঠান শুরু হয় । সরকারি হিসেব অনুযায়ী ২৭ টি পুজো কমিটি কার্নিভালে বলে অংশ নিয়েছে।
আরও পড়ুন Weather Update Latest: শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে অবিরাম বৃষ্টি, তাড়াতাড়ি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা
কার্নিভালের ভিড় দেখে খুশি মেয়ের গৌতম দেব। তার কথায় বৃষ্টির মধ্যেও মানুষের যেভাবে সাড়া দিয়েছেন তাদের শিলিগুড়ি নতুন করে নজর তৈরি করল। এর জন্য তুমি শিলিগুড়ি বাসির কাছে কৃতজ্ঞ থাকব বলেও জানান আগামী বছর আরও বড় আকারে কার্নিভলের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানালেন। মানুষের ভিড়ও উচ্ছ্বাস দেখে সন্তোষ প্রকাশ করেছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নম্বলম। তবে মালের ঘটনার কথা মনে রেখে প্রশাসনের তরফে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুজো কমিটিগুলোর কাউকে মহানন্দা নদীতে নামতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
বাংলার সংস্কৃতি তুলে ধরতে জাতীয় যুবক সংঘ থেকে শুরু করে মহিলাদের সতাক্ষী ,রেনেসাঁ থেকে শুরু করে তরুণ তীর্থ রবীন্দ্রসংঘ থেকে শুরু করে সংঘশ্রী প্রতিটি ক্লাব ও সংগঠনের তরফে নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার সঙ্গে তাল মেলাতে দেখা যায় সাধারণ মানুষকে। রাস্তাতেই অনুষ্ঠিত হয় মহিষাসুরমর্দিনী পালা সঙ্গে ছিল নানান লোকনৃত্য গান ছিল পাহাড়ের কিছু সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান। সবমিলিয়ে একটি ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকলো শহরবাসী।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja Carnival 2022: জমজমাট কার্নিভাল, শুরুতেই হড়পায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement