Siliguri News: ফের শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

Last Updated:

শিলিগুড়ি শহরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। যার ফলে উদবিগ্ন স্বাস্থ্য দপ্তর। গত চব্বিশ ঘন্টায় ৪২ জন শিলিগুড়ি পৌরনিগম এলাকায় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

#শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। যার ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। গত চব্বিশ ঘন্টায় ৪২ জন শিলিগুড়ি পৌরনিগম এলাকায় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত শিলিগুড়ি পৌরনিগম এবং মহকুমা এলাকায় ৩৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। পৌরনিগম ইতিমধ্যে সেই বিষয়ে কাজ শুরু করেছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর ওয়ার্ডে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। ওই ওয়ার্ডে জমা জলের একটা সমস্যা রয়েছে। পাশাপাশি নিকাশি নালাতেও যাতে জমা জল না থাকে সেই সমস্যাও অস্থায়ীভাবে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র গৌতম দেব বলেছেন আগামী ১৮ দিনে সব নিয়ন্ত্রনে নিয়ে আসা হবে। চারটি ওয়ার্ড স্পর্শকাতর। সেই ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। অন্যান্য ওয়ার্ডেও কিছু আক্রান্তের সংখ্যা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিকাশি ব্যবস্থার বেহাল দশা হরিপুর এলাকায়! সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
পাশাপাশি মাটিগাড়া বাগডোগরা এলাকাতেই নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌর এলাকাতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। জুলাই মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১৮৬ জন। ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে সতর্কতা অভিযান শুরু করেছে পৌরনিগম। তবে স্পর্শকাতর ওয়ার্ড নিয়ে বিশেষ পদক্ষেপ করছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে মশার লার্ভা দমনে পৌর এলাকার পাঁচটি বরোভিত্তিক এলাকায় আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রথমবারের জন্য শিলিগুড়িতে মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্টের আয়োজন
পাশাপাশি একশোটি ফগিং স্প্রেয়িং মেশিন কিনেছে পৌরনিগম। সেগুলিকেও ইতিমধ্যে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। যার ফলে একদিকে যেমন আতঙ্কিত শহরবাসী অন্যদিকে, প্রশ্ন উঠছে স্বাস্থ্য বিভাগ প্রশাসনের ভূমিকা নিয়ে। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। কীভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই কারণই খুঁজতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ফের শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement