Siliguri News: প্রথমবারের জন্য শিলিগুড়িতে মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্টের আয়োজন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে প্রথমবার মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্ট আয়োজন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। দীর্ঘ বছরের ইতিহাসে এবছর প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ।
#শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে প্রথমবার মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্ট আয়োজন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। দীর্ঘ বছরের ইতিহাসে এবছর প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। গত রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ফুটবল খেলা। শহরের বুকে মহিলা ফুটবলের ফুটবলারদের আরও উদ্বুদ্ধ করতে এই খেলার আয়োজন শিলিগুড়িতে এই প্রথম বলে জানালেন ক্লাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্ট ১২টি টিম অংশগ্রহণ করছে। যার মধ্যে অনুমোদিত চারটি ক্লাব রয়েছে।
এই খেলার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ৩০জন মহিলার জেলার দল গঠন করা হবে। যারা রাজ্যস্তরে জেলাকে প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে দেশের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মেয়ে অন্জু তামাং বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। মহিলা ফুটবল খেলোয়াড়দের ভীষণভাবে অনুপ্রাণিত করছেন অঞ্জু তামাং।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত এক
মহিলাদের ফুটবলের উন্নতি ঘটানোর তথা প্রসার ঘটাতে এই ফুটবল খেলার আয়োজন বলে জানালেন ক্লাব সম্পাদক সৌরভ ভট্টাচার্য ।এই খেলায় স্নিগ্ধা ভট্টাচার্য মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি, সুচিতা বসু মেমোরিয়াল রানার্স ট্রফি, ফেয়ার প্লে ট্রফি স্বর্গীয় বিমলা পালের নামে প্রদান করা হবে। পাশাপাশি চ্যাম্পিয়ন ক্যাশপ্রাইস ১৫০০০, রানার্স ১০০০০, ফেয়ার প্লে ৫০০০। বেস্ট গোলকিপার, বেস্ট স্কোরার, ম্যান অব দ্যা ম্যাচ সহ আরো অন্যান্য পুরস্কার রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিপজ্জনক অবস্থায় পড়ে বৈদ্যুতিক তার! আতঙ্কে তটস্থ এলাকাবাসী
এদিন উপস্থিত ছিলেন ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য, কার্যকারী কমিটির সদস্য অনুপ বসু সহ অন্যান্যরা। এদিন ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন, শিলিগুড়ি সাব ডিভিশন সহ আপামর জনতাকে তথা ফুটবলপ্রেমীরা এই খেলায় অংশগ্রহণ করে। মেয়েদের উৎসাহিত করুন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা এই খেলা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী দিনে। উত্তরবঙ্গ থেকে আগেই মেরা দেশের হয়ে খেলছে এবং আমরা চাই আরো নতুন নতুন প্রতিভা উত্তরবঙ্গ থেকে উঠে আসুক।
advertisement
Anirban Roy
Location :
First Published :
September 14, 2022 6:46 PM IST