Siliguri News: নজির গড়ল উত্তরবঙ্গ, এবার দৃষ্টিহীনদের জন্য উদ্বোধন হল ব্রেইল লিপি

Last Updated:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালায় দৃষ্টিহীনদের জন্য চালু হল ব্রেইল। এতদিন পর্যন্ত দৃষ্টিহীনদের জন্য একটি অজানা জায়গা ছিল এই সংগ্রহশালা।

+
title=

শিলিগুড়ি : ভারতের ন্যাশনাল মিউজিয়ামের পর এই প্রথম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালায় দৃষ্টিহীনদের জন্য চালু হল ব্রেইল। প্রাচীন ইতিহাস তথা প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নির্দশন সম্পর্কে জানবে দৃষ্টিহীনরা। দৃষ্টিহীনরা যাতে এই সংগ্রহশালায় সংরক্ষিত ইতিহাস ও ঐতিহাসিক নির্দশন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, সেকথা ভেবেই এই ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালায় দৃষ্টিহীনদের জন্য ব্রেইল লিপির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, “এটা সত্যিই একটি নজির বটে। এতদিন পর্যন্ত দৃষ্টিহীনদের জন্য একটি অজানা জায়গা ছিল এই সংগ্রহশালা। তবে এই ব্রেইল পদ্ধতি চালু হওয়ার পর এখন তারাও অনেক ঐতিহাসিক নিদর্শণ সম্পর্কে জানতে পারবে।”
আরও পড়ুনঃ  শহরের সৌন্দর্যায়ন বাড়াতে ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার উদ্যোগ শিলিগুড়ি পুরসভার
প্রসঙ্গত, ১৯৬৫ সালে ইতিহাস বিভাগের দুটি ঘর দিয়ে শিলিগুড়ির এই মিউজিয়ামের যাত্রা সূচনা হয়েছিল। তখন শুধু ছাত্র-ছাত্রী এবং গবেষকদের জন্যই এর দরজা খোলা ছিল। ২০০৬ সাল থেকে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে এতদিন সাধারণ মানুষরা এলেও দৃষ্টিহীনদের সেই সুযোগ ছিল না।
advertisement
advertisement
এই ব্রেইল চালু হওয়ার পর দৃষ্টিহীনদের একটা বিরাট দরজা খোলা হলো বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিলিগুড়ির এই সংগ্রহশালায় বহু মূল্যবান ঐসিহাসিক নির্দশন রয়েছে। উত্তরবঙ্গ অঞ্চলে প্রাচীনেযুগের অনেক সামগ্রীও এখানে রয়েছে। গবেষণার কাজে যার গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুনঃ শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও
ব্রেইল চালু হওয়ায় দৃষ্টিহীনরা নিজেরাই সেই ইতিজাসকে জানতে ও বুঝতে পারবেন। মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ডঃ মলয় সাহা জানিয়েছেন, “এতদিন পর্যন্ত দৃষ্টিহীনদের কাছে এই মিউজিয়াম বঞ্চিত ছিল। তারা এই প্রাচীন ইতিহাসের অনুভব করতে পারত না। তাই তাদের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এই ব্রেইল পদ্ধতিতে মিউজিয়াম দর্শনের নামও আমরা অনুভব দিয়েছি।”
advertisement
আরও পড়ুনঃ পুজোতে এবার প্রচুর দাম বাড়বে! দুর্গা ‘বানাতেই’ নাভিশ্বাস উঠছে, কী হবে অক্টোবরে?
তিনি আরও জানান, শিলিগুড়ির মিউজিয়ামে ১২০০ থেকে বেশি প্রত্নতাত্ত্বিক সামগ্রী এবং উপাদান রয়েছে। এখন সেগুলি সঙ্গে অবগত হতে পারবেন এই দৃষ্টিহীনরা। এদিন প্রেরণা ফাউন্ডেশনস্কুল থেকেও দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী তথা শিক্ষক-শিক্ষিকারাও মিউজিয়াম পরিদর্শন করতে আসেন।
advertisement
সেখানকার একজন ছাত্রী সুজা রায় বলেন,  “প্রাচীন ইতিহাস কে হাতে ছুঁয়ে দেখতে সত্যিই আমাদের খুব ভাল লাগছে। আমরা এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি।”
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নজির গড়ল উত্তরবঙ্গ, এবার দৃষ্টিহীনদের জন্য উদ্বোধন হল ব্রেইল লিপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement