Siliguri News: শহরের সৌন্দর্যায়ন বাড়াতে ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার উদ্যোগ শিলিগুড়ি পুরসভার

Last Updated:

বিদ্যুতের কেবল তার মাটির উপরে থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে। আপাতত ১৬টি ওয়ার্ডে প্রধান সড়কে বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

+
তারে

তারে ঘেরা শহর শিলিগুড়ি

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হবে। প্রায় এক বছর ধরে এই প্রকল্পের সমীক্ষা করার পর স্থির হয়েছে, আপাতত প্ৰথম পর্যায়ের কাজ শুরু হবে। প্রায় ২০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখন টেন্ডারের পর্যায়ে রয়েছে। এই বিষয় নিয়ে বুধবার বিদ্যুৎ বিভাগের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। খুব শিঘ্রই শিলিগুড়ি শহরের রাস্তার উপর থেকে সরে ভুগর্ভস্থে স্থান পাবে বিদ্যুৎ এর তার।
ঠিক হয়েছে, শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এয়ারভিউ মোড়, বিধান রোড থেকে শালুগাড়ার আগে পর্যন্ত, হংকং মার্কেট, বিধান মার্কেট চত্বর, কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক, চিলড্রেন্স পার্ক থেকে মহকুমা পরিষদ পর্যন্ত এলাকায় আপাতত বিদ্যুতের কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও
মেয়র বলেন, “অনেকগুলো মিটিং আমরা করেছি। আপাতত ১৬টি ওয়ার্ড কভার করা হচ্ছে। প্রধান পাঁচটি রাস্তা ও কিছু ছোট ছোট গলির ধারে এই কাজ করা হবে। পরবর্তীতে গোটা শিলিগুড়ি শহরের প্রধান সড়কে বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ একদিনে ২৫ লাখ চারা রোপন, এবার গোটা রাজ্য সাজতে চলেছে সবুজে সবুজে
তিনি আরও জানান, “বিদ্যুতের কেবল তার মাটির উপরে থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে। যানযটের সমস্যাও এক মুখ্য কারন।”
তবে এই কাজ একবার হয়ে গেলে এর ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠ ভাবে হবে। তেমনই বিদ্যুতের খরচের পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানযট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে মনে করছেন গৌতম দেব। এদিনের বৈঠকে জেলা শাসক এস পন্নমবলম, শিলিগুড়ির পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র-পরিষদের সদস্য কমল আগরওয়াল প্রমুখ ছিলেন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শহরের সৌন্দর্যায়ন বাড়াতে ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার উদ্যোগ শিলিগুড়ি পুরসভার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement