Siliguri News: বড়দিনের আগে শিলিগুড়িতে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করল সান্তাক্লজ

Last Updated:

শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয় । প্ল্যাকার্ড হাতে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন সংগঠনের সদস্যরা।

#শিলিগুড়ি: আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন । সেই উপলক্ষে গোটা বিশ্ব জুড়ে সেজে উঠছে চার্চ। ২৫ ডিসেম্বর সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে ক্যারলের সুর, প্রভু যীশুর প্রতি সমবেত প্রার্থনা । বড়দিনের আগে সেজে উঠছে শিলিগুড়িও। দোকানে দোকানে বিক্রি হচ্ছে টুপি, বেল । দোকানে দোকানে বিকোচ্ছে ছোট বড় হরেক রকমের কেক। দোকানে দোকানে বড়দিনের কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।
কিন্তু এই বড়দিনের আগেই সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়িতে রাস্তায় নামল সান্তা ক্লজ। শনিবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয় । প্ল্যাকার্ড হাতে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন সংগঠনের সদস্যরা ।
জল সংরক্ষণ করুন জীবন বাঁচান, রক্ত দিন জীবন বাঁচান,করোনা হতে সাবধান, সেফ উইমেন সেভ নেশন সহ একাধিক বিষয়ে সচেতনতার বার্তা দেন তারা ।পাশাপাশি পথ চলতি খুদদের হাতে চকলেট ও বড়দের ফুলের চারা গাছ তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানো হয় ।
advertisement
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: নতুন ট্রেন চালু হলেও কেন খুশি নন শিয়ালদা বনগাঁ শাখার এই যাত্রীরা!
বড়দিনে সান্তাক্লজের অপেক্ষায় থাকে সবাই।সান্তা ক্লজ মানেই শাড়ি শাড়ি উপহার । আর এই উপহারের অপেক্ষায় সকলে বসে থাকে। তবে এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অভিনব পন্থা শহরবাসীর মন জয় করে নেয় । মূলত শহরের প্রতিনিয়ত বাড়ছে অপরাধ । পাশাপাশি রক্ত সংকট ও বৃক্ষরোপনের বিষয়টি মাথায় রেখেই সংগঠনের এই অভিনব উদ্যোগ। সকলের মুখেই প্রশংসিত তাদের এই প্রচেষ্টা।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বড়দিনের আগে শিলিগুড়িতে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করল সান্তাক্লজ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement