Siliguri News: চিত্র প্রদর্শনীতে চন্দ্রযানের সাফল্য উদযাপন

Last Updated:

চন্দ্রযানের সাফল্য উদযাপনের লক্ষ্যে এবার আর্ট এক্সিবিশন শুরু হল শিলিগুড়িতে

+
title=

শিলিগুড়ি: চন্দ্রযানের সফলতাকে সম্মান জানাতে শিলিগুড়ির স্টুডিও ক্যাফেতে শুরু হল আর্ট এক্সিবিশন। চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে ইসরোর পাঠানো ল্যান্ডার বিক্রম। ইতিহাস তৈরি করছে ভারত। এবার উদযাপনের পালা। চাঁদের সঙ্গে আমাদের নাড়ির যোগ রয়েছে। চাঁদের মতো ফুটফুটে শিশু যেমন জন্ম নেয় তেমনই চাঁদ মামার কথাও আমাদের সকলেরই জানা। শৈশব কথা মাথায় রেখেই শুরু হয়েছে এই প্রদর্শনী, যার শিরোনাম ‘একমুঠো চাঁদের মাটি’। এক্সিবিশন জুড়ে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পীদের কল্পনায় চাঁদের বিভিন্ন রকম চিত্র। এছাড়াও রয়েছে কিছু ভাস্কর্য শিল্পের কাজও।
শিলিগুড়ির কাপস অফ আর্ট বলে স্টুডিও ক্যাফেতে এই এক্সিবিশন শুরু হয়েছে যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। মূলত শিল্পীদের কাজ তুলে ধরার লক্ষ্যেই এমন একটি জায়গার গড়ে তুলেছিলেন এই স্টুডিও ক্যাফের অন্যতম কর্ণধার শুভ্রনীল দত্ত। এখানে শিল্পীরা যেমন তাঁদের চিত্রকলার প্রদর্শনী করতে পারবেন তেমনই ক্যাফের সঙ্গে স্টুডিওর আনন্দ নিতে পারবেন সকলে। ঠিক সেই দিকটাতেই ধাপে ধাপে এগিয়ে চলছেন তাঁরা। শহর তথা বিভিন্ন জেলার শিল্পীরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এমন একটি জায়গা সত্যিই শিল্পীদের প্রয়োজন।
advertisement
advertisement
ভাস্কর্য শিল্পী শিবেন চট্টোপাধ্যায় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই শিল্পকাণ্ডের সঙ্গে জড়িত। এমন একটি জায়গায় এসে সত্যিই আমার ভীষণ ভাল লাগছে। মানুষ ছবি, ভাস্কর্যের সঙ্গে কীভাবে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারবে তারই একটা প্রক্রিয়া চলছে।’ আরেক চিত্রশিল্পী শম্পা কর বলেন, ‘চাঁদের সঙ্গে আমাদের বরাবরই মায়া রয়েছে, থিম যেহেতু ছিল ‘এক টুকরো চাঁদের মাটি’ তাই সব শিল্পীরাই নিজেদের কল্পনায় যেমন ছবি এঁকেছে, সেই ছবিগুলি এই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। এখানে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভাল লাগছে।’ অন্যদিকে স্টুডিও ক্যাফের কর্ণধার শুভ্রনীল দত্ত বলেন, ‘যাদের কথা ভেবে আমরা এই জায়গাটি তৈরি করেছিলাম তাঁদের সঙ্গে চলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আগামীতে আরও নতুন কর্মকাণ্ডের সঙ্গে সকলের কাছে পৌঁছে যেতে চাই।’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চিত্র প্রদর্শনীতে চন্দ্রযানের সাফল্য উদযাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement