Sada Katha Kalo Katha: গ্যাজেটের শিকলে বিপন্ন শৈশব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#কলকাতা: ''থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে!''... এই জগৎটাই এখন বদ্ধ ঘরে সীমাবদ্ধ! গ্যাজেট নির্ভর শৈশব আটকে যাচ্ছে এই বন্ধ ঘরের মধ্যেই! হচ্ছে না বন্ধুত্ব, বাড়তে একাকীত্ব, বাচ্চারা মনৎসংযোগ আরাচ্ছে! জীবনতাই ধীএ ধীরে হয়ে উঠেছে গ্যাজেট সর্বস্ব ! আমরা আশা করি গ্যাজেট আমাদের উন্নতীর শীর্ষে পৌঁছে দেবে , কিন্তু তার খারাপ দিকও রয়েছে! আর তাতেই বিপন্ন শৈশব এই গ্যাজেটের কুফলে সবথেকে বেশি বিপন্ন শৈশব।