স্টেট ব্যাঙ্কের নতুন এই স্কিমে মিলবে মোটা টাকা

Last Updated:
#নয়াদিল্লি: ১৫ অক্টোবর থেকে সাধারণ মানুষের জন্য নতুন স্কিম নিয়ে আসতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এই যোজনায় দেশের যে কোনও নাগরিক ভাগ নিতে পারবেন ৷ এই স্কিমে একাধিক নতুন বন্ড চালু করতে চলেছে এসবিআই ৷ এই সমস্ত বন্ডে ইনভেস্ট করে আপনি পেয়ে যাবেন ২.৫ শতাংশ সুদ ৷ ক্যাপিটাল গেন ট্যাক্সে গ্রাহকরা পেয়ে যাবেন ছাড় ৷ ইনভেস্ট করা টাকাতে যে লাভ হবে তার জন্য কর দিতে হবে ৷
ট্যুইটারে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে এবার গোল্ড বন্ডে ইনভেস্ট করে বড়সড় লাভ পেতে পারেন গ্রাহকরা ৷ ১৫ অক্টোবর ২০১৮ থএকে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত প্রত্যেক মাসে বন্ড জারি করা হবে ৷ প্রথম অধ্যায়ে গ্রাহকরা ১৫ অক্টোবর থএকে ১৯ অক্টোবরের মধ্যে বন্ড সাবস্ক্রাইব করতে পারবেন ৷ তবে ২৩ অক্টোবর থেকে জারি করা হবে এই বন্ড ৷
advertisement
advertisement
India Bullion And Jewellers Association এর তরফে জানানো হয়েছে যে অনলাইনে বন্ডে সাবস্ক্রাইব করলে ডিজিটাল মোডে পেমেন্ট করবেন যে গ্রাহকরা তারা প্রতিগ্রামে ৫০ টাকার ডিসকাউন্ট পাবেন ৷
এই বন্ডে ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা যেতে পারে ৷ ৪ বছরের পর বন্ডগুলি ম্যাচিউর হবে ৷ অথার্ৎ ৪ বছর পর বন্ড ভেঙে গ্রাহকরা টাকা পেয়ে যাবেন ৷
advertisement
বন্ড কেনার জন্য ডিমান্ড ড্রাফ্ট, চেক বা ইনলাইন পেমেন্টের মাধ্যমে কেনা যেতে পারে ৷ এছাড়া ক্যাশ পেমেন্টের মাধ্যমেও কেনা যেতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০০০ টাকার বন্ড কেনা যেতে পারে ৷ কম করে ১ গ্রাম সোনা বা তার মূল্যের বন্ড কেনা যেতে পারে ৷ সর্বোচ্চ ৪ কিলোগ্রাম সোনা বা তার সমতূল্য বন্ড কেনা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্টেট ব্যাঙ্কের নতুন এই স্কিমে মিলবে মোটা টাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement