কেন্দ্র-আরবিআই তরজা ! পদত্যাগ করতে পারেন RBI গভর্নর উরজিত প্যাটেল

Last Updated:
#নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে সম্পর্কের অবনতি ৷ যার জেরে পদত্যাগ করতে পারেন আরবিআই গভর্নর উরজিত প্যাটেল ৷ জাতীয় সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর ৷
মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতন ৷ যার জেরে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ হয় আরবিআই গভর্নরের ৷ দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে একমতে আসতে পারছে না দেশের ব্যাঙ্কিং নিয়ামক সংস্থা ও অর্থ মন্ত্রক ৷ যার জেরেই সম্ভবত পদত্যাগের সিদ্ধান্ত নিতে চলেছেন উরজিত প্যাটেল ৷
বুধবার সকালে এই প্রসঙ্গে ট্যুইট করেন পি চিদম্বরম ৷ দেশের টালমাটাল আর্থিক পরিস্থিতির জন্য আরবিআই-কেই কাঠগড়ায় তুলছেন তিনি ৷
advertisement
advertisement
জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, কিছুদিন আগে কেন্দ্র আরবিআই অ্যাক্ট সেকশন ৭-র অধীনে একটি আরবিআই-কে একটি চিঠি পাঠায় ৷ ব্যাঙ্ক ছাড়াও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলির কিছু ভুল নীতি গ্রহণের জেরে দেশের আর্থিক পরিকাঠামোতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে ৷ যার জেরে দেশের আর্থিক টালমাটাল আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ৷ চিঠিতে আরবিআই গভর্নরকে এই বিষয়টি নিয়েই সতর্ক করেছিল কেন্দ্র ৷ পাশাপাশি এই বিষয়ে বেশ কিছু নির্দেশও উরজিত প্যাটেলকে দেয় কেন্দ্র ৷ এই বিষয়টি নিয়েই সম্ভবত দু’পক্ষের মতের অমিল হয় ৷ যার জেরেই পদত্যাগের কথা ভাবছেন উরজিত প্যাটেল ৷ জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলছে ৷
advertisement
প্রসঙ্গত, সেকশন ৭ অনুযায়ী, দেশের আর্থিক পরিস্থিতি যদি টালমাটাল হয় ৷ সেক্ষেত্রে কেন্দ্র আরবিআই-কে বেশ কিছু নির্দেশ দিতেই পারে ৷ সেক্ষেত্রে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দেশের জনসাধারণের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ৷
বিদেশি ব্যাঙ্কের এক সিনিয়ার ট্রেডার বলেন, ‘এহেন পরিস্থিতিতে আরবিআই গভর্নর যদি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটি অবিবেচক এবং অপরিণত সিদ্ধান্ত ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্র-আরবিআই তরজা ! পদত্যাগ করতে পারেন RBI গভর্নর উরজিত প্যাটেল
Next Article
advertisement
TMC Leader Arrested: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement