অাইপিএল-এ পারফর্ম করছেন না রণবীর, অফার হৃতিকের কাছে

Last Updated:

হালে ফুটবল খেলতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছেন রণবীর সিং। চোট বেশ গুরুতর। বেশি নড়াচড়া করা বারণ। কাজেই, ৭ এপ্রিল, ১১ তম 'আইপিএল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না 'আলাউদ্দিন খলজি'। শোনা যাচ্ছে, রণবীর-এর জায়গায় নাকী, হৃতিককে পারফম্যান্স-এর অফার দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। যদিও, দুগ্গু এই নিয়ে কিছু মন্তব্য করেননি।

#মুম্বই: হালে ফুটবল খেলতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছেন রণবীর সিং। চোট বেশ গুরুতর। বেশি নড়াচড়া করা বারণ। কাজেই,  ৭ এপ্রিল,  ১১ তম 'আইপিএল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না 'আলাউদ্দিন খলজি'। শোনা যাচ্ছে, রণবীর-এর জায়গায় নাকী, হৃতিককে পারফম্যান্স-এর অফার দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। যদিও, দুগ্গু এই বিষয়ে কিছু মন্তব্য করেননি।
অন্যদিকে, 'ডি-ডে'-তে ডান্স সিকোয়েন্সে দর্শককে তাক লাগাতে জোড়দার রিহার্সাল করছেন বরুণ ধাওয়ান।
advertisement
ইন্সটাগ্রামে 'জুড়ওয়া টু'-স্টার পোস্ট করলেন রিহার্সালের কিছু ভিডিও।
অনুষ্কা শর্মার বিপরীতে 'সুই ধাগা'র শুটিং করছিলেন বরুণ, কিন্তু আইপিএল-এর রিহার্সালের জন্য শুটিং আপাতত বন্ধ রেখেছেন।
advertisement
বাংলা খবর/ খবর/IPL 2018/
অাইপিএল-এ পারফর্ম করছেন না রণবীর, অফার হৃতিকের কাছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement