কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?

Last Updated:

ভীষণ প্রাণবন্ত রণবীর সিং ৷ সব সময় যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এই হিরো ৷ নানা রঙের পোশাক সঙ্গে থেকে নানা রূপে তিনি আসেন পর্দা এবং পর্দার বাইরে ৷

#মুম্বই: ভীষণ প্রাণবন্ত রণবীর সিং ৷ সব সময় যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এই হিরো ৷ নানা রঙের পোশাক সঙ্গে থেকে নানা রূপে তিনি আসেন পর্দা এবং পর্দার বাইরে ৷ এই যেমন সম্প্রতি সদগুরুর সঙ্গে তিনি মঞ্চে নাচলেন বিন্দাস ! তবে এই স্বতস্ফূর্তার পিছনে রয়েছে নিদারুণ পরিশ্রম ৷ মাত্র ৮দিনে কাজের সূত্রে তাঁকে যেতে হয়েছে ৪টি জায়গা ৷
advertisement
রোহিত শেটির সিম্বা ছবির শ্যুটিঁ-এ ব্যস্ত রণবীর সিং ৷ তার ফাঁকে সারতে হয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের শ্যুটিং ৷ তার জন্যই এমন কর্মসূচি তাঁর ৷  ব্যস্ততা একেবারে তুঙ্গে ৷ তবে এমনই ব্যস্ততা থাকে সব অভিনেতার জীবনেই ৷ কারণ নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাঁদের ৷ এমনটা তো আর হয় না যে প্রতিটি শ্যুটিং থাকবে একই জায়গায় ৷
advertisement
তাই অভিনেতাদের জীবনে যেন সুটকেস খোলাও সময় থাকে না ৷ পর্দায় যারা জ্বলে ওঠেন, তাঁদের জীবন যাপন যেন এভাবেই হয় ৷ সবই থাকে কিন্তু সময়ের বড় অভাববোধ করেন তাঁরা ৷ সূত্রের খবর, জুলাই মাসের ১৩ এবং ১৪ তারিখ মুম্বই-এ শ্যুটিং করেন রণবীর ৷ তারপর ১৫-১৬ তারিখ তিনি উড়ে যান  হায়দরাবাদে একটি গাড়ির বিজ্ঞাপনের শ্যুটের জন্য ৷ তারপর আরও একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এ মালয়শিয়া উড়ে যান রণবীর ১৭-১৮ তারিখ ৷ সব শেষে আবার শ্যুটিং ২২-২৩শে জুলাই ৷ এবার গন্তব্য ছিল ইস্তামবুল ৷ এবার বুঝুন সাফল্য ও প্রতিষ্ঠার জন্য কতটা কষ্ট করতে বলিস্টারদের ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement