কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?

Last Updated:

ভীষণ প্রাণবন্ত রণবীর সিং ৷ সব সময় যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এই হিরো ৷ নানা রঙের পোশাক সঙ্গে থেকে নানা রূপে তিনি আসেন পর্দা এবং পর্দার বাইরে ৷

#মুম্বই: ভীষণ প্রাণবন্ত রণবীর সিং ৷ সব সময় যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এই হিরো ৷ নানা রঙের পোশাক সঙ্গে থেকে নানা রূপে তিনি আসেন পর্দা এবং পর্দার বাইরে ৷ এই যেমন সম্প্রতি সদগুরুর সঙ্গে তিনি মঞ্চে নাচলেন বিন্দাস ! তবে এই স্বতস্ফূর্তার পিছনে রয়েছে নিদারুণ পরিশ্রম ৷ মাত্র ৮দিনে কাজের সূত্রে তাঁকে যেতে হয়েছে ৪টি জায়গা ৷
advertisement
রোহিত শেটির সিম্বা ছবির শ্যুটিঁ-এ ব্যস্ত রণবীর সিং ৷ তার ফাঁকে সারতে হয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের শ্যুটিং ৷ তার জন্যই এমন কর্মসূচি তাঁর ৷  ব্যস্ততা একেবারে তুঙ্গে ৷ তবে এমনই ব্যস্ততা থাকে সব অভিনেতার জীবনেই ৷ কারণ নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাঁদের ৷ এমনটা তো আর হয় না যে প্রতিটি শ্যুটিং থাকবে একই জায়গায় ৷
advertisement
তাই অভিনেতাদের জীবনে যেন সুটকেস খোলাও সময় থাকে না ৷ পর্দায় যারা জ্বলে ওঠেন, তাঁদের জীবন যাপন যেন এভাবেই হয় ৷ সবই থাকে কিন্তু সময়ের বড় অভাববোধ করেন তাঁরা ৷ সূত্রের খবর, জুলাই মাসের ১৩ এবং ১৪ তারিখ মুম্বই-এ শ্যুটিং করেন রণবীর ৷ তারপর ১৫-১৬ তারিখ তিনি উড়ে যান  হায়দরাবাদে একটি গাড়ির বিজ্ঞাপনের শ্যুটের জন্য ৷ তারপর আরও একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এ মালয়শিয়া উড়ে যান রণবীর ১৭-১৮ তারিখ ৷ সব শেষে আবার শ্যুটিং ২২-২৩শে জুলাই ৷ এবার গন্তব্য ছিল ইস্তামবুল ৷ এবার বুঝুন সাফল্য ও প্রতিষ্ঠার জন্য কতটা কষ্ট করতে বলিস্টারদের ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement