মাছ-মাংস ছেড়ে দিলেন ! কী হল অনুষ্কার ?

Last Updated:

হাবি বিরাটের সঙ্গে ইংল্যান্ড ট্যুরে দারুণ এনজয় করছেন অনুষ্কা শর্মা কোহলি ৷ কখনও রোম্যান্টিক, কখনও হৈ হুল্লোড়, নানা মুডের ছবিও পোস্ট করছেন চুটিয়ে ৷

#মুম্বই: হাবি বিরাটের সঙ্গে ইংল্যান্ড ট্যুরে দারুণ এনজয় করছেন অনুষ্কা শর্মা কোহলি ৷ কখনও রোম্যান্টিক, কখনও হৈ হুল্লোড়, নানা মুডের ছবিও পোস্ট করছেন চুটিয়ে ৷
দিব্যি বেশ তো ছিলেন ৷ কী হল হঠাৎ ? নিরামিশাষী হয়ে গেলেন বিরাট-ঘরণী ! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ মাছ-মাংস সবই ছেড়ে দিয়েছেন অনুষ্কা ৷ সে কথাই এবার জানালেন সোশ্যাল মিডিয়ায় ৷ জানাচ্ছেন তিনি পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়েছেন ৷ এবং জীবনের এই বিশেষ সিদ্ধান্তটি নিয়ে খুব খুশি তিনি ৷ অবশ্য এই খবর তেমন নতুন কিছু নয় ৷ তিন বছর আগেই নাকি আমিষ খাবার ছেড়ে দিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
তবে এখন তিনি এই নিয়ে প্রচারেও নেমেছেন ৷ পেটা ( পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল)-র তরফে প্রাণিহত্যা বন্ধ করার পক্ষে সওয়াল করছেন নায়িকা ৷ তিনি বলছেন, আমিষ আহার বর্জন করা তাঁর জীবনের একেবারে সঠিক সিদ্ধান্ত ৷ সবজি থেকে তিনি অনেক এনার্জি পান৷ তবে অনুষ্কার সবচেয়ে খুশির কারণ হল, এখন আর তাঁর খাবার অন্য কোনও পশুর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না ৷
advertisement
সাম্প্রতি পেটা-র একটি বিজ্ঞাপনেও সেই কথাই প্রচার করতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ নিজের পোশাক ব্র্যান্ড ‘নুশ’-এর পোশাকে তাঁর সুস্থ শরীর ফ্লন্ট করছেন অনুষ্কা ৷ এর আগে ২০১৭ সালে পেটা-র ইন্ডিয়ান হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটির শিরোপাও উঠেছিল তাঁর মাথায় ৷ পাশপাশি, মুম্বইয়ে পশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করেছেন নায়িকা ৷ পশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও বিভিন্ন কর্মসূচীর সঙ্গে জড়িয়ে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্ট লেডি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাছ-মাংস ছেড়ে দিলেন ! কী হল অনুষ্কার ?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement