হঠাৎ শ্মশানে হইচই! ‘তেনারা’ নন, চলল VVPAT-র ডেমো

Last Updated:
#জয়পুর: মৃত্যুর শেষ ঠিকানা শ্মশান ৷ মৃত্যুর পর শ্মশানেই পুড়িয়ে দেওয়া হয় মৃতদেহ !
শ্মশান বলতে যে ছবিটা আমাদের চোখের সামনে উঠে আসে, নদীর পাড়ে অন্ধকার একটি জায়গায় সারি সারি দিয়ে রাখা চিতা ৷ কোনওটি জ্বলছে ৷ কোনও চিতা পুড়ে ছাই ৷ কিন্ত শুক্রবার রাতে তিওয়ারি শ্মশান ঘাটের ছবিটা ছিল একেবারে আলাদা ৷ আলোয় ঝলমল করছে শ্মশান ৷ হরেক রকম আলো দিয়ে সাজানো হয়েছে গোটা এলাকা ৷
advertisement
ছবিটা দেখে চমকে যাচ্ছেন নিশ্চয়ই ! কেন জানেন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শ্মশান ? লক্ষ্য, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ৷ ইস্যু, ভিভিপ্যাট পরীক্ষা ৷ নির্বাচন শুরুর আগে রুটিনমাফিক নির্বাচন কমিশন পরীক্ষা করে দেখে সেই মেশিন ৷ এর পাশাপাশি কীভাবে সেই মেশিন কাজ করবে ? সেই নিয়ে নির্বাচন কমিশনের সদস্যদের একটি ডেমো দেওয়া হয় ৷ এই পরীক্ষা-নিরীক্ষার জন্যই বেছে নেওয়া হয়েছিল এই তিওয়ারি শ্মশান ৷
advertisement
advertisement
দোসা শহরের কাছে অবস্থিত এই শ্মশান ৷ গত চার পাঁচ বছর ধরে সাজিয়ে তোলা হয়েছে এই এলাকা ৷ মন্দির, বাগান এবং অন্ত্যেষ্টি ক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়; তার জন্যও রয়েছে যথাযথ ব্যবস্থা ৷ তিওয়ারি শ্মশানকে রীতিমত পর্যটনস্থল হিসেবে গড়ে তুলেছে রাজ্য সরকার ৷
advertisement
শুক্রবার সন্ধ্যে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম জারি ছিল ৷ নির্বাচন কমিশনের তরফ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও ৷ ভিভিপ্যাট মেশিন সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের ওয়াকিবহল করে তোলেন নির্বাচন কমিশনের সদস্যরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হঠাৎ শ্মশানে হইচই! ‘তেনারা’ নন, চলল VVPAT-র ডেমো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement