Pension: চার মাস ধরে বকেয়া পেনশন, বড় বিপাকে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা!

Last Updated:

Pension: ঝালদা পৌরসভার ৪২ জন অবসরপ্রাপ্ত কর্মী বকেয়া পেনশন থেকে বঞ্চিত , শুনুন কি বললেন পৌর প্রধান!

+
চার

চার মাস ধরে বকেয়া পেনশন বাকি ঝালদা পৌরসভার কর্মীদের

পুরুলিয়া: পেনশন এর উপর নির্ভর করে জীবন চলে অবসরপ্রাপ্ত কর্মীদের। সেই পেনশনে যদি সঠিক সময় না মেলে তাহলে মাথায় হাত পড়ে যায় তাদের। দীর্ঘ চার মাস ধরে ঝালদা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বকেয়া রয়েছে। বারংবার তারা পৌরসভার দ্বারস্থ হয়েও তাদের সমস্যার সমাধান হয়নি। ঝালদা পৌরসভার ৪২ জন অবসরপ্রাপ্ত কর্মী এখন পড়েছেন বিপাকে। কোন উপায় না পেয়ে অবশেষে তারা পৌর প্রধানের দ্বারস্থ হন।
এ বিষয়ে তারা বলেন , দীর্ঘ চার মাস ধরে তাদের বকেয়া পেনসন বাকি পড়ে রয়েছে। পাশাপাশি তাদের গ্রাজুইটি ও পি এফ এর সুদও বাকি রয়েছে। এমত অবস্থায় তারা ধার দেনা করে কোনওরকমে সংসার চালাচ্ছেন। ঋণের বোঝা নিয়ে তারা চরম বিপাকের মধ্যে রয়েছেন। অবিলম্বে তাদের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি রাখেন তারা। তা না হলে আগামী দিনে আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তারা।
advertisement
advertisement
এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান শিলা চট্টোপাধ্যায় বলেন , আপাতত তাদের দু’মাসের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে বাকি পেনশন দেওয়া হবে। দীর্ঘদিন ধরে ঝালদা পৌরসভার জন্য কাজ করে গিয়েছে পৌরসভার কর্মীরা। আজ তারাই অবসরপ্রাপ্ত। তাদের পেনশনের উপর নির্ভর করেই চলে সংসার। ‌ দীর্ঘ চার মাস ধরে পেনশন বকেয়া হয়ে থাকার কারণে তাঁরা চরম বিপাকের মধ্যে রয়েছেন। ভীষণই অর্থ কষ্টের মধ্যে দিন কাটছে তাদের। ‌ কবে তাঁদের সম্পূর্ণ বকেয়া পেনশন মিলবে সেই দিনের আশায় রয়েছেন ঝালদা পৌরসভার ৪২ জন অবসরপ্রাপ্ত কর্মীরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Pension: চার মাস ধরে বকেয়া পেনশন, বড় বিপাকে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement